বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

আইপিএলে দল কিনতে চান
ম্যান ইউয়ের মালিক

নয়াদিল্লি: এবার আইপিএলে দল কিনতে আগ্রহ দেখাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আগামী মরশুমে এই প্রতিযোগিতায় বাড়ছে দলের সংখ্যা। দু’টি নতুন দল যোগ হবে এই ফ্র্যাঞ্চাইজি লিগে। তার জন্য ১০ লক্ষ টাকা দিয়ে দরপত্র কিনেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবার। উল্লেখ্য, বুধবারই ছিল দরপত্র কেনার শেষ দিন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক কর্তা বলেছেন, ‘আইপিএল এখন বিশ্বব্যাপী সমাদৃত। তাই আন্তর্জাতিক ফার্মগুলো আগ্রহ দেখাতেই পারে। তবে গ্লেজার পরিবার শেষ পর্যন্ত দল কিনতে আগ্রহ দেখাবে কিনা, তা এখনই বলা মুশকিল।  অনেকেই ব্যবসায়িক কারণে দরপত্র কেনে।’ তাৎপর্যের বিষয় হল, ম্যান ইউয়ের কর্ণধাররা আমেরিকার নাগরিক। তাই, আইপিএলে দল কিনতে হলে ভারতে কোম্পানি গড়তে হবে গ্লেজারদের। এছাড়া ভারতীয় কোনও কোম্পানির সঙ্গে গাঁটছড়াও বাঁধতে পারে তারা। শুধু ম্যাঞ্চেস্টার ইউনাইটেডই নয়, আইপিএলে দল কিনতে আগ্রহী আদানি গ্রুপ, টরেন্স ফার্মা, অরবিন্দ ফার্মা, আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, হিন্দুস্তান টাইমস মিডিয়া, জিন্দাল স্টিলের মতো সংস্থা। জানা গিয়েছে, এক প্রখ্যাত প্রাক্তন ভারতীয় ক্রিকেটারও সংখ্যালঘু শেয়ারহোল্ডার হিসেবে কনসোর্টিয়াম গড়ে দল কিনতে চাইছেন। ভারতের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য সেই ক্রিকেটার চাইছেন নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে। তবে তার জন্য বড় কোনও ব্যবসায়ী সংস্থাকে তাঁর প্রস্তাবে সাড়া দিতে হবে। 
আইপিএলে দল কেনার ন্যূনতম মূল্য ২০০০ কোটি টাকা নির্ধারণ করেছে বোর্ড। যে সংস্থা দর হাঁকবে তাদের বার্ষিক টার্নওভার হতে হবে ৩০০০ কোটি টাকা। আমেদাবাদ, লখনউ, গুয়াহাটি, কটক, ইন্দোর ও ধরমশালা শহর থেকে দুই নতুন দল হওয়ার সম্ভাবনা বেশি। কারা কারা দল কিনতে চেয়ে দরপত্র জমা দিল, তা জানা যাবে ২৫ অক্টোবর। সেদিনই ঘোষিত হবে আইপিএলের দুই নতুন দলের নাম। আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রির মাধ্যমে বিশাল আয়ের পথে বোর্ড। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত পাঁচ বছরের স্বত্ব ১৬,৩৪৭.৫০ কোটি টাকায় কিনেছিল স্টার ইন্ডিয়া। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত পাঁচ বছরের সম্প্রচার স্বত্ব বিক্রি হতে পারে প্রায় ৩৬ হাজার কোটি টাকায়। 

22nd     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ