বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

জুনিয়র দল নিয়ে
দুবাইয়ে স্টিমাচ

 

নয়াদিল্লি: সিনিয়রদের পর জুনিয়র ফুটবলারদের নিয়ে ভালো ফল করাই লক্ষ্য ইগর স্টিমাচের। বুধবার এই ক্রোয়েশিয়ান কোচ অনূর্ধ্ব-২৩ ভারতীয় দল নিয়ে দুবাই রওনা হলেন। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে তারা তিনটি ম্যাচ খেলবে। বাছাই পর্বে ভারতের গ্রুপে রয়েছে ওমান, সংযুক্ত আরব আমিরশাহি ও কিরঘিজস্তান। ভারতের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর ওমানের বিরুদ্ধে। ২৭ অক্টোবর প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি ও ৩০ অক্টোবর কিরঘিজস্তানের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল।
সদ্য সাফ কাপ জেতা সিনিয়র দলের একাধিক ফুটবলার অনূর্ধ্ব-২৩ দলে রয়েছেন। যেমন সুরেশ সিং, লালেংমাওউইয়া, রহিম আলি ও ধীরাজ সিং। এছাড়া জুনিয়র দলের আকাশ মিশ্র, অমরজিৎ সিং, নরিন্দর গেহলটরা এর আগে সিনিয়র দলে স্টিমাচের প্রশিক্ষণে ছিলেন। দলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণে খুশি বিদেশি কোচ। তিনি বলেন, ‘এই দলের অনেকের সঙ্গে কাজ করেছি। ওদের বয়সটা কম। ফলে শেখাতেও সুবিধা হয়। দুবাইয়ের আবহাওয়া, সমর্থকদের প্রত্যাশা সম্পর্কে দলের অনেক ফুটবলারের সম্যক জ্ঞান রয়েছে। তবে বিপক্ষের শক্তি অনুযায়ী আমরা স্ট্র্যাটেজি তৈরি করব। তার উপরেই নির্ভর করছে দলের সাফল্য।’   

21st     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ