বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

দলের স্বার্থে রিজার্ভ বেঞ্চে
বসতেও প্রস্তুত মরগ্যান

 

দুবাই: দীর্ঘদিন ধরেই ফর্মে নেই ইয়ন মরগ্যান। চলতি বছরে সাতটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ইংল্যান্ড অধিনায়কের ব্যাট থেকে এসেছে সাকুল্যে ৮২ রান। শুধু তাই নয়, কলকাতা নাইট রাইডার্স আইপিএলের ফাইনালে উঠলেও ব্যাট হাতে ডাহা ব্যর্থ তিনি। নাইট দলনেতার সংগ্রহ ১৩৩ রান। গড় চমকে ওঠার মতোই, ১১.০৮!
স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়ছেন টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড দলের অধিনায়ক মরগ্যান। প্রথম এগারোয় তাঁর থাকা উচিত কিনা, তা নিয়ে চলছে বিতর্ক। বুধবারও প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ তিনি। ডাগ-আউটে ফেরেন মাত্র ১০ রান করে। প্রবল চাপের মুখে বিবিসি’কে দেওয়া সাক্ষাৎকারে মরগ্যান বলেছেন, ‘রান পাচ্ছি না আমি। যদিও ভালোই নেতৃত্ব দিচ্ছি। তবু বলব, দলের বিশ্বকাপ জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না।’ তাহলে কি দলের স্বার্থে আপনি বেঞ্চে বসতেও প্রস্তুত? মরগ্যানের জবাব, ‘হ্যাঁ, সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। কারণ সবার আগে দলের স্বার্থ। তারপর অন্যকিছু।’ তবে বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যানটি রানে ফেরার আশা ছাড়ছেন না। মরগ্যানের কথায়, ‘অতীতেও খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। আবার তা কাটিয়েও উঠেছি। আসলে কুড়ি ওভারের ক্রিকেটে আমি যে সময় ব্যাট করতে নামি তখন ঝুঁকিপূর্ণ শট খেলতেই হয়। তাই হয়তো চেনা ছন্দে ফিরতে সময় লাগছে।’ ব্যাট হাতে হতাশ করলেও অধিনায়ক হিসেবে দাগ কাটতে বদ্ধপরিকর মরগ্যান। তিনি বলেছেন, ‘নেতৃত্বকে বরাবর আমি ব্যাটিংয়ের চেয়ে আলাদা করে ভাবি। আমার কাছে এটা অন্য ধরনের চ্যালেঞ্জ। আর সেটা আমি দারুণ উপভোগ করি।’

21st     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ