বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

প্রস্তুতি ম্যাচে ভারতের সামনে আজ অজিরা

দুবাই: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানদের পারফরম্যান্সে বেশ খুশি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ১৮৮ রান তাড়া করতে নেমে এক ওভার বাকি থাকতেই জয়ের কড়ি জোগাড় করে নেয় টিম ইন্ডিয়া। দুর্দান্ত ব্যাটিং করেন লোকেশ রাহুল ও ঈশান কিষান। যদিও অধিনায়ক বিরাট কোহলির বড় রান না পাওয়া চিন্তার বিষয়। তবে হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থরা যে ছন্দে আছে, তার ইঙ্গিত মিলেছে। ব্যাটিং অর্ডার মোটামুটি সাজিয়ে নিয়েছেন কোচ রবি শাস্ত্রী।
টি-২০ বিশ্বকাপে ২৪ অক্টোবর অভিযান শুরু করবে ভারত। প্রথম ম্যাচে কোহলি বাহিনীর সামনে পাকিস্তান। এই লড়াই ঘিরে দুই শিবিরেই পারদ চড়ছে। ভারতীয় দলকে বেশি ভাবাচ্ছে বোলিং কম্বিনেশন। ইংল্যান্ডের বিরুদ্ধে মহম্মদ সামি ও যশপ্রীত বুমরাহকে ছন্দে পাওয়া গেলেও ভুবনেশ্বর কুমার হতাশ করেছেন। তাই বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বোলারদের ঝালিয়ে দেখে নিতে চাইছেন কোচ শাস্ত্রী। তিনি আগেই জানিয়ে দিয়েছেন, শিশির কেমন পড়ছে সেটা দেখেই অতিরিক্ত সিমার কিংবা স্পিনার খেলানোর কথা ভাববেন। তবে পাকিস্তানের বিরুদ্ধে দুই স্পিনার নিয়েই মাঠে নামতে পারে ভারত। সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তীর খেলার সম্ভাবনাই বেশি। অতিরিক্ত স্পিনার খেলালে অশ্বিন ও রাহুল চাহারের মধ্যে একজন সুযোগ পাবেন। প্রথম প্রস্তুতি ম্যাচে খেলেননি জাড্ডু ও বরুণ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁরা ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পেস আক্রমণে শার্দূল ঠাকুরও প্রথম একাদশে সুযোগ পেতে পারেন। কারণ, তিনি ভালো ব্যাট করতে পারেন। কোহলি জানিয়েছেন, রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন লোকেশ রাহুল। তিন নম্বরে নামবেন তিনি। চার নম্বরে সূর্যকুমার যাদব কিংবা ঈশান কিষানকে খেলানো হতে পারে। কারণ, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন ঝাড়খণ্ডের বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান ঈশান। এছাড়া রয়েছেন ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া। তবে হার্দিক বল করতে পারবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। 

20th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ