বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

বাংলার টি-২০ দলে ব্রাত্য অনুষ্টুপ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য ঘোষিত বাংলা দলে জায়গা হল না অনুষ্টুপ মজুমদারের। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। বলা হচ্ছে, শুভময় দাসের নেতৃত্বে বাংলার নির্বাচকরা জোর দিতে চেয়েছেন তারুণ্যে। গুরুত্ব দেওয়া হয়েছে সাম্প্রতিক পারফরম্যান্সকে। শুভময় জানান, ‘অনুষ্টুপ ওয়ান ডে এবং রনজি ট্রফিতে বাংলার অন্যতম সেরা ব্যাটসম্যান। তবে এই ফরম্যাটে আমরা নতুনদের দেখে নিতে চাইছি। কোনও একটা সময় তো পরের প্রজন্মকে গড়ে তোলার কথাও ভাবতে হবে।’ বাংলার টি-২০ স্কোয়াডে না থাকায় বিস্মিত অনুষ্টুপ নিজেও। তিনি নাকি কুড়ি ওভারের ফরম্যাটে খেলতে চাননি, এমন প্রচার কানে এসেছে তাঁর। অনুষ্টুপের সাফ কথা, ‘বাদ পড়া নিয়ে কিছু বলার নেই। তবে খেলব না, এমন কথা কাউকে বলিনি।’ হালফিল বাংলা দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানের কাছে এই সিদ্ধান্ত তাই বড় ধাক্কা। তবে বাংলার দল নির্বাচনে এই ট্রেন্ড নতুন নয়। নবাগতদের সুযোগ দেওয়ার নামে বিগত কয়েক বছর ধরে এভাবেই সিনিয়রদের ছেঁটে ফেলা হচ্ছে। সেই সিস্টেমেরই শিকার অনুষ্টুপ, মত ওয়াকিবহাল মহলের। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলাকে নেতৃত্ব দেবেন সুদীপ চট্টোপাধ্যায়। যিনি ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে দুরন্ত ফর্মে ছিলেন। ২৭ অক্টোবর গুয়াহাটি রওনা দেবে বাংলা দল।ঘোষিত বাংলা দল: সুদীপ চট্টোপাধ্যায়(অধিনায়ক), ঋদ্ধিমান সাহা, অভিমন্যু ঈশ্বরণ, অভিষেক দাস, কাইফ আহমেদ, ঋত্বিক রায়চৌধুরি, রণজ্যোৎ সিং খাইরা, শাকিব হাবিব গান্ধী, শুভঙ্কর বল, করণ লাল, শাহবাজ আহমেদ, ঋত্বিক চট্টোপাধ্যায়, প্রদীপ্ত প্রামাণিক, সুজিত কুমার যাদব, ঈশান পোড়েল, মুকেশ কুমার, আকাশদীপ, অলোকপ্রতাপ সিং, মহম্মদ কাইফ, সায়ন ঘোষ।

19th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ