বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

বাংলাদেশকে হারাল স্কটল্যান্ড

আল আমেরাত: টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম দিনেই অঘটন। রবিবার গ্রুপ বি’র দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৬ রানে হারিয়ে দিল স্কটল্যান্ড। স্কটিশদের জয়ের নায়ক ক্রিস গ্রিভস। জীবনের দ্বিতীয় টি-২০ আন্তর্জাতিকে ব্যাটে-বলে তফাত গ঩ড়ে দিলেন তিনি। তাঁর ৪৫ রানের আক্রমণাত্মক ইনিংসের সুবাদেই স্কটল্যান্ড নয় উইকেট হারিয়ে তুলেছিল ১৪০ রান। জবাবে সাত উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৪ রান। লেগস্পিনার গ্রিভস ১৯ রানের বিনিময়ে নেন দুই উইকেট। তিনিই ম্যাচের সেরা। 
অথচ, টস হেরে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৫৩ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকছিল স্কটল্যান্ড। মেহেদি হাসান (৩-১৯), সাকিব-আল-হাসানের (২-১৭) স্পিনে অসহায় দেখাচ্ছিল ব্যাটসম্যানদের। 
এই পরিস্থিতিতেই ম্যাচের     গতিপথ পাল্টে দেন গ্রিভস ও মার্ক ওয়াট। সপ্তম উইকেটে ৫১ রান যোগ করেন দু’জনে। ২৮ বলের ইনিংসে গ্রিভস মারেন চারটি চার ও দুটো ছয়। ১৭ বলে ২২ করেন ওয়াট। ১৪১ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। মুশফিকুর রহিম (৩৮), অধিনায়ক মাহমুদুল্লাহ (২৩), সাকিবরা (২০) কেউ বড় রান পাননি। এদিকে, দল হারলেও পুরুষদের টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশের সাকিব। স্কটল্যান্ডের মাইকেল লিয়াস্ককে ফিরিয়ে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাকে টপকে গেলেন তিনি। ৮৯ ম্যাচে সাকিবের ঝুলিতে আপাতত ১০৮টি উইকেট। ৮৪ ম্যাচে মালিঙ্গা ১০৭ উইকেটের মালিক। 

18th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ