বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

কোহলির জন্যই বিশ্বকাপ চাই: রায়না

দুবাই: টি-২০ বিশ্বকাপের পরই কুড়ি ওভারের ফরম্যাটে জাতীয় দলের নেতৃত্ব ছেড়ে দেবেন বিরাট কোহলি। প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না চাইছেন, তাঁর আবেগকে সম্মান জানিয়ে সতীর্থদের জ্বলে ওঠা উচিত। আইসিসি’র ওয়েবসাইটে রায়না লিখেছেন, ‘বিরাটের জন্যই চ্যাম্পিয়ন হওয়া দরকার ভারতের। টি-২০ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে শেষবার দেখা যাবে ওকে। সহ-খেলোয়াড়দের উচিত ওর আবেগকে উপলব্ধি করা। আমরা চ্যাম্পিয়ন হতে পারি, এই বিশ্বাসটা মনের মধ্যে গেঁথে দিতে হবে সবাইকে। একজোট হয়ে অধিনায়কের পাশে দাঁড়াতে হবে। বিশ্বকাপ শুরুর জন্য ভারতীয় সমর্থকরা আর অপেক্ষা করতে পারছে না। ভারতকে চ্যাম্পিয়ন করার মতো ক্রিকেটার রয়েছে দলে। শুধু মাঠে নেমে নিজেদের প্রয়োগ করতে হবে।’
আরব আমিরশাহিতে সদ্য আইপিএলে খেলার অভিজ্ঞতা ভারতীয় ক্রিকেটারদের কাজে আসবে বলে মনে করছেন রায়না। তাঁর মতে, ‘মরু শহরে সদ্য আইপিএলে খেলেছে ভারতীয়রা। অন্য দলগুলোর চেয়ে যা ভারতকে এগিয়ে রাখছে। আমার মতে, বিশ্বকাপ জেতার ক্ষেত্রে ভারতই ফেভারিট।’ তবে সে জন্য ভারতের টপ অর্ডারকে বাড়তি দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন রায়না। তাঁর কথায়, ‘প্রথম তিন ব্যাটসম্যানের কাছেই রয়েছে ভারতের সাফল্যের চাবিকাঠি। আইসিসি ইভেন্টে রোহিত শর্মার রেকর্ড অসাধারণ। ১৫ ওভার পর্যন্ত রোহিত, লোকেশ রাহুল ও বিরাটকে ব্যাট করতে হবে। বড় রানের ভিত গড়তে হবে এই ত্রয়ীকেই। মিডল অর্ডারে বড় ভূমিকা নিতে হবে ঋষভ পন্থকেও। পাওয়ার হিটার হিসেবে হার্দিক পান্ডিয়াও দুর্দান্ত।’
এছাড়া রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তীর উপরও ভরসা রাখছেন রায়না। তাঁর যুক্তি, ‘ভারতের বোলিং আক্রমণে বরুণই প্রধান অস্ত্র। আমিরশাহির পিচকে কাজে লাগানোর ক্ষমতা রয়েছে ওর। ভারতের পেস আক্রমণও যথেষ্ট অভিজ্ঞ। বড় ম্যাচে খেলার ব্যাপারে ভুবনেশ্বর কুমার সবার চেয়ে এগিয়ে। শার্দূল ঠাকুরের অন্তর্ভুক্তিও শক্তি বাড়িয়েছে পেস বোলিং বিভাগে।’

18th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ