বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

এগিয়ে থেকেও হারলেন রোনাল্ডোরা

লন্ডন: দেশের জার্সিতে তিনদিন আগেই হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন। অথচ ক্লাবের হয়ে সেই পারফরম্যান্সের ছিটেফোঁটাও মেলে ধরতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলে প্রিমিয়ার লিগে টানা তৃতীয় ম্যাচে পয়েন্ট নষ্ট করল রেড ডেভিলস। শনিবার অ্যাওয়ে ম্যাচে লেস্টার সিটির বিরুদ্ধে এগিয়ে থেকেও ২-৪ ব্যবধানে হারের মুখ দেখল ওলে গানার সোলকজারের দল। রক্ষণে রাফায়েল ভারানের অনুপস্থিতি হাড়েহাড়ে টের পেলেন ম্যান ইউ কোচ। লেস্টারের হয়ে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে ইওরি টিয়েলেম্যান্স, ক্যাগলার সোয়াঞ্চু, জেমি ভার্ডি ও প্যাটসন ডাকা। ম্যান ইউয়ের দুই গোলদাতা ম্যাসন গ্রিনউড ও মার্কাস র‌্যাশফোর্ড। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে আটালান্টার মুখোমুখি হবে ম্যান ইউ। তার আগে দলের পারফরম্যান্স নিঃসন্দেহে চিন্তায় রাখবে কোচ সোলকজারকে।
প্রিমিয়ার লিগে লিভারপুলের অপরাজেয় দৌড় অব্যাহত। শনিবার অ্যাওয়ে ম্যাচে ওয়াটফোর্ডকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করল জুরগেন ক্লপের দল। চোট সারিয়ে দলে ফিরেই দুরন্ত হ্যাটট্রিক রবার্তো ফারমিনোর। বাকি দুই গোলদাতা সাদিও মানে ও মহম্মদ সালাহ। এই জয়ের সুবাদে আপাতত লিগ টেবিলের শীর্ষে উঠে এল তাঁরা। আট ম্যাচে লিভারপুলের সংগ্রহ ১৮ পয়েন্ট। দিনের অপর ম্যাচে সহজ জয় পেল ম্যাঞ্চেস্টার সিটি। ঘরের মাঠে বার্নলেকে ২-০ গোলে হারাল পেপ গুয়ার্দিওলার দল। ম্যাচের দুই গোলদাতা যথাক্রমে বার্নাডো সিলভা ও কেভিন ডি ব্রুইন। 

17th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ