বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

বেঙ্কির প্রশংসায় ম্যাকালাম

দুবাই: ঘরের মাঠে প্রথম পর্বের আইপিএলে সপ্তম স্থানে ছিল কলকাতা নাইট রাইডার্স। সেখানে থেকে অবিশ্বাস্য ভাবে ঘুরে দাঁড়ায় ইয়ন মরগ্যানের দল। আমিরশাহিতে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে দুরন্ত খেলে ওঠে ফাইনালে। ট্রফি জিততে না পারলেও দলের এই লড়াকু মানসিকতাই মুগ্ধ করছে অধিনায়ককে। শুক্রবার রাতে চেন্নাই সুপার কিংসের কাছে পরাজয়ের পর মরগ্যান বলেছেন, ‘ছেলেরা যে নাছোড়বান্দা মানসিকতার পরিচয় দিয়েছে, তাতে আমরা গর্বিত। ক্রিকেটাররা সেরাটা উজাড় করে দিয়েছে। তবু অল্পের জন্য লক্ষ্য পূরণ হল না।’ 
কেকেআরের রূপান্তরের নেপথ্য নায়ক হিসেবে বেঙ্কটেশ আয়ারকে কৃতিত্ব দিয়েছেন কোচ ব্রেন্ডন ম্যাকালাম। ১০ ম্যাচে ৩৭০ রান করেছেন বাঁহাতি ওপেনারটি। বেঙ্কির প্রশংসা করে কোচ বলেছেন, ‘ওর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। আশা করছি, এভাবেই খেলতে থাকবে।’ ফাইনালে রান তাড়া করার সময় মিডল অর্ডারের ব্যর্থতাই বাধা হয়ে ওঠে কলকাতার সামনে। ম্যাকালাম তা মেনে নিয়ে বলেছেন, ‘দুর্দান্ত খেলেছে সিএসকে। ওদের সামনে আমরা দাঁড়াতেই পারিনি। আমাদের বোলিং-ফিল্ডিং খুব খারাপ হয়নি। টপ-অর্ডারও দারুণ ব্যাট করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত মিডল-অর্ডার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়।’ গত কয়েক ম্যাচের মতো ফাইনালেও ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের অনুপস্থিতি নিয়ে ব্রেন্ডন ম্যাকালাম বলেন, ‘হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিল ও। তাই ওকে ফাইনালে নামানো ঝুঁকিপূর্ণ ছিল। আর হ্যামস্ট্রিংয়ের চোট কতটা সেরেছে, তা নিশ্চিতভাবে বোঝা যায় না। সেই কারণেই ফাইনালে যে ক্রিকেটাররা দলকে তুলেছিল, তাদের উপর আস্থা রেখেছিলাম।’

17th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ