বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

হেরেও ইতিবাচক থাকছেন মরগ্যান

আবুধাবি: টানা দুই ম্যাচ জেতার আত্মবিশ্বাস নিয়ে রবিবার মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। জয়ের আশা জাগিয়েছিলেন ব্যাটসম্যানরা। বোলাররাও লড়াইয়ে রেখেছিলেন দলকে। কিন্তু শেষরক্ষা হল না। নাটকীয় জয় ছিনিয়ে নিয়েছে চেন্নাই সুপার কিংস। তবে হারের যন্ত্রণার মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন ইয়ন মরগ্যান। ম্যাচ শেষে নাইট অধিনায়ক বলেছেন, ‘দুই দলই ভালো ব্যাটিং-বোলিং করেছে। তবে হেরে গেলেও তেমন কোনও ভুল আমাদের চোখে পড়ছে না।  বরং আইপিএলের দ্বিতীয় পর্বে দারুণ ইতিবাচক খেলছে দল।’
তবে এর মধ্যেই মরগ্যানের নেতৃত্ব নিয়ে উঠছে প্রশ্ন। ১৯তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণাকে বল দিয়েছিলেন তিনি। সেই ওভারে ওঠে ২২ রান। রবীন্দ্র জাদেজা মারেন দু’টি ছয় ও দু’টি চার। মরগ্যানের সাফাই, ‘শেষ ওভারের দায়িত্ব নিয়েছিল নারিন। তবে জাদেজা যেভাবে ব্যাট করল, তাতে কারওরই কিছু করার ছিল না।’
চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্বে টানা তিন ম্যাচে জিতে শীর্ষ স্থানে উঠে এল সিএসকে। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট হয়ে গেল তাদের। প্লে-অফের দিকে অনেকটাই এগিয়ে গেল তারা। দারুণ তৃপ্ত অধিনায়ক এমএস ধোনি। তিনি বলেছেন, ‘অসাধারণ জয়। কখনও কখনও ভালো খেলেও হারতে হয়। আবার কখনও খুব ভালো না খেলেও জিতলে দুর্দান্ত লাগে। দু’দলই উপভোগ্য ক্রিকেট উপহার দিয়েছে। তবে পেসারদের কাজটা কঠিন ছিল এই পিচে। জেতার মতোই স্কোর খাড়া করেছিল কলকাতা। আমরা যেভাবে রান তাড়া করছিলাম শুরুতে, সেখান থেকে লড়াইয়ে ফেরার জন্য প্রশংসা প্রাপ্য কেকেআরের। ওই সময় আমরাও কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম।’ আমিরশাহির মাটিতে সব মিলিয়ে টানা ছয় ম্যাচ জিতল সিএসকে। ধোনি এভাবেই এগোতে চাইছেন। তাঁর কথায়, ‘আমরা এখানে খেলে যা শিখছি, তা কাজে লাগাতে হবে। আরও ভালো পারফরম্যান্স মেলে ধরতে হবে সবাইকে।’ ম্যাচের সেরা জাদেজা বলেছেন, ‘পাঁচ দিনের ক্রিকেট খেলার পর সাদা বলের ফরম্যাটে মানিয়ে নেওয়া কঠিন। তাই ব্যাটিং নিয়ে গত কয়েক দিন খুবই পরিশ্রম করেছি। ঋতুরাজ গায়কোয়াড় ও ফাফ ডু’প্লেসি ভালো শুরু করলেও ১৯তম ওভারে আসা রানগুলোই আমাদের জেতার পথ গড়ে দিয়েছিল। নিজের শক্তি অনুসারে ব্যাট করেছি।’

27th     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ