বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

শতরান হাঁকিয়েও ট্র্যাজিক হিরো ঋদ্ধি

লড়াইয়ে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। রোমাঞ্চকর সেই ফাইনালে কেকেআর শেষ হাসি হাসলেও মন জিতেছিল প্রতিপক্ষের এক বাঙালি যোদ্ধার ব্যাটিং। তিনি ঋদ্ধিমান সাহা। বীরেন্দ্র সেওয়াগের ব্যর্থতা ঢেকে পাঞ্জাবকে ১৯৯ রানের পুঁজি এনে দিয়েছিলেন তিনি। নিজেও করেছিলেন আইপিএল কেরিয়ারের একমাত্র সেঞ্চুরি। দল হারলেও ক্রিকেট মহলে দারুণ প্রশংসিত হয়েছিল ঋদ্ধিমানের ৫৫ বলে অপরাজিত ১১৫ রানের ইনিংস।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় কিংস ইলেভেন পাঞ্জাব। ৩০ রানের মধ্যে সেওয়াগ ও জর্জ বেইলির উইকেট হারিয়ে প্রীতি জিন্টার দল তখন কাঁপছে। এই অবস্থায় চার নম্বরে ব্যাট করতে নেমে পাঞ্জাবের ত্রাতা হয়ে উঠেছিলেন ঋদ্ধিমান। মনন ভোরার সঙ্গে তৃতীয় উইকেটে ১২৯ রানের জুটি গড়ার পথে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছিলেন ছোটখাটো চেহারার পাপালি। মেরেছিলেন ১০টি বাউন্ডারি ও একটি ছক্কা। তাঁর অপরাজিত ইনিংসের সুবাদে প্রাথমিক ঝটকা সামলে পাঞ্জাবও পৌঁছে গিয়েছিল দুশো রানের দোরগোড়ায়। তাতেও শেষ রক্ষা হয়নি তাদের। মণীশ পাণ্ডের ৯৪ রানে ভর করে জয় ও খেতাব ছিনিয়ে নিয়েছিল কেকেআর। ঋদ্ধিমান সাহা থেকে গিয়েছিলেন ট্র্যাজিক হিরোর আসনে।

27th     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ