বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ডুরান্ড সেমি-ফাইনালে কঠিন
লড়াই মহমেডান স্পোর্টিংয়ের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের সেমি-ফাইনালে বেঙ্গালুরু ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে মহমেডান স্পোর্টিং। ম্যাচের আগের দিন হাল্কা অনুশীলন করেছে সাদা-কালো ব্রিগেড। বেঙ্গালুরু-বধ সহজসাধ্য না হলেও আত্মবিশ্বাসী মহমেডান শিবির। কোয়ার্টার-ফাইনালের মতো এই ম্যাচেও গ্যালারিতে দর্শক (২৫ হাজার) থাকবে। যা নিশ্চিতভাবে মহমেডান স্পোর্টিংকে বাড়তি সুবিধা দেবে। তবে গ্রুপ স্তরে বাগিচা শহরের দলটির কাছে ০-২ ব্যবধানে হেরেছিল সাদা-কালো শিবির। সেদিন কল্যাণীর বৃষ্টিভেজা মাঠে প্রথম একাদশের সাত জন ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন মহমেডানের রুশ কোচ আন্দ্রে চেরনিশভ। কাদা মাঠে খেলতে অসুবিধায় পড়েন নিকোলারা। সেমি-ফাইনালে ওই হারের প্রভাব পড়বে না বলেই মনে করছে মহমেডান টিম ম্যানেজমেন্ট। ছন্দে ফিরেছেন দলের প্রধান স্ট্রাইকার মার্কাস জোসেফ।
কোচ চেরনিশভ বলেন, ‘দল ছন্দ ফিরে পেয়েছে। গ্রুপের খেলায় ওদের কাছে হেরেছিলাম। তবে সেদিন কল্যাণীতে অনেক প্রতিবন্ধকতা ছিল। আর যুবভারতীর মাঠ ভালো। আমরা আক্রমণাত্মক খেলব। গ্যালারিতে দর্শকের উপস্থিতি ছেলেদের বাড়তি অনুপ্রেরণা জোগাবে। ওদের হারানোর ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’
ছন্দে রয়েছে ডুরান্ড কাপে অপরাজিত বেঙ্গালুরু ইউনাইটেড। শেষ আটের লড়াইয়ে আর্মি রেড দলের কয়েকজন খেলোয়াড় করোনা আক্রান্ত হওয়ায় ওয়াকওভার পায় বেঙ্গালুরু। দলের প্রধান স্ট্রাইকার পেড্রো মানজি গোলের মধ্যে রয়েছেন। পাশাপাশি সঞ্জু প্রধান, কিংশুক দেবনাথের মতো অভিজ্ঞ ফুটবলাররা বেঙ্গালুরুকে নির্ভরতা জোগাচ্ছেন। তবে তাদের রক্ষণ নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। 
মার্কাস জোসেফের মতো তুখোড় স্ট্রাইকারকে বেঙ্গালুরুর রাভানান ও কিংশুক আটকাতে পারেন কিনা, সেটাই এখন দেখার। বেঙ্গালুরু ইউনাইটেডের কোচ রিচার্ড হুড জানিয়েছেন, ‘মহমেডান কঠিন প্রতিপক্ষ জানি। তবে আমরা জেতার মানসিকতা নিয়েই মাঠে নামব।’ এদিন দলের ম্যানেজার তথা ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস বলেন,‘প্র্যাকটিসের পর খেলোয়াড়ের সঙ্গে আলাদাভাবে কথা বলেছি। ফাইনালে যাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।’

27th     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ