বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ধোনিদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নাইটরা

শারজা: আমিরশাহিতে আইপিএলের দ্বিতীয় পর্বে এখনও পর্যন্ত সফলতম দুই দল কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। আরব দেশে প্রথম দু’টি ম্যাচেই জয় পেয়েছে তারা। মজার ব্যাপার হল, দু’দলই দাপটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে। রবিবার তাই দু’দলেরই লক্ষ্য থাকবে জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করা।
পয়েন্ট তালিকায় অবশ্য দুই দলের মধ্যে যথেষ্ট ফারাক রয়েছে। মহেন্দ্র সিং ধোনির সিএসকে ন’টি ম্যাচ খেলে জিতেছে সাতটিতে। পয়েন্ট ১৪। অবস্থান শীর্ষে। প্লে-অফের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছে তারা। অন্যদিকে, ইয়ন মরগ্যানের দল সমসংখ্যক ম্যাচে জিতেছে চারটিতে। পয়েন্ট আট। আইপিএলের প্রথম পর্বে ছন্দে ছিল না কেকেআর। টানা দু’টি জয় অবশ্য প্লে-অফের লড়াইয়ে প্রবলভাবে ফিরিয়ে এনেছে নাইটদের। সবচেয়ে তাৎপর্যের বিষয় হল, ওপেনার বেঙ্কটেশ আয়ারের চমকপ্রদ উত্থান কলকাতার ব্যাটিংয়ে নতুন মাত্রা যোগ করেছে। আরসিবি’র বিরুদ্ধে ২৭ বলে ৪১ করেছিলেন এই বাঁহাতি তরুণ। আর মুম্বইয়ের বিরুদ্ধে ৩০ বলে করেছেন ৫৩ রান। দুই ইনিংসের পর বেঙ্কটেশের গড় চোখ কপালে তোলার মতোই। হ্যাঁ, ৯৪! শুভমান গিলের সঙ্গে তাঁর ওপেনিং জুটি আমিরশাহিতে সুপারহিট। মিডল অর্ডারে রাহুল ত্রিপাঠিও রয়েছেন ছন্দে। মরগ্যান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিকদের উপস্থিতিতে কেকেআরের ব্যাটিং গভীরতা সত্যিই ভালো। তবে দীপক চাহার, ড্যারেন ব্র্যাভো, শার্দূল ঠাকুর, জস হ্যাজলউড, রবীন্দ্র জাদেজাদের বোলিং কড়া পরীক্ষায় ফেলতে পারে নাইট বাহিনীকে। 
বিরাট কোহলির বেঙ্গালুরুর বিরুদ্ধে তিন উইকেট নিয়ে শুক্রবার ম্যাচের সেরা হয়েছেন ব্র্যাভো। অধিনায়ক ধোনি তাঁকে ‘ভাই’ চিহ্নিত করে বলেছেন, ‘ব্র্যাভোর ফিট থাকা আমাদের কাছে দারুণ ব্যাপার। ও নিজের কাজটা দুর্দান্তভাবে করছে। ব্রাদার বলেই ডাকি ওকে। ব্র্যাভোকে বলেছি, ওভারের ছ’টা ডেলিভারিই আলাদা করতে। সবাই জানে, ও স্লোয়ার ডেলিভারি করে। সেজন্য বৈচিত্র্য দরকার। কাজটা দারুণভাবে পালনও করছে সে। হ্যাজলউড, শার্দূল, দীপকও অসাধারণ বল করেছে।’ নজর টানছে ‘ক্যাপ্টেন কুল’-এর ক্ষুরধার ক্রিকেটমস্তিষ্কও।
সিএসকে’র ব্যাটিংও রীতিমতো শক্তপোক্ত। ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ ডু’প্লেসি, মঈন আলি, অম্বাতি রায়াডু, সুরেশ রায়নারা ছন্দে রয়েছেন। ঋতুরাজ মুম্বইয়ের বিরুদ্ধে ৫৮ বলে ৮৮ রানে অপরাজিত ছিলেন। আরসিবি’র বিরুদ্ধেও করেন ঝোড়ো ৩৮। তবে চেন্নাইয়ের ব্যাটিং শক্তিকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রয়েছে নাইট বোলারদের। মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী বেঙ্গালুরুর বিরুদ্ধে নিয়েছিলেন তিন উইকেট। মুম্বইয়ের বিরুদ্ধে উইকেট না পেলেও ছন্দে পাওয়া গিয়েছে তাঁকে। সিএসকে’র জয়ের রথ থামাতে চেন্নাইয়ের ছেলে বরুণ হয়ে উঠতে পারেন নাইট অধিনায়কের সেরা অস্ত্র। অভিজ্ঞ সুনীল নারিন রয়েছেন সঙ্গত করার জন্য। পেস বিভাগের দায়িত্ব থাকছে প্রসিদ্ধ কৃষ্ণা, লকি ফার্গুসন ও আন্দ্রে রাসেলের কাঁধে।
ম্যাচ শুরু সন্ধ্যা ৩-৩০ মিনিটে। 
স্টার স্পোর্টসে দেখা যাবে।

26th     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ