বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

অপরাজিত সেঞ্চুরিতেও
ট্র্যাজিক হিরো রাহানে

অজিঙ্কা রাহানে মানেই টেস্ট ক্রিকেট সুলভ ব্যাটিং! এটাই দস্তুর। কিন্তু তাঁর হাতেও যে বড় শট রয়েছে, আইপিএলে দু’টি সেঞ্চুরিই তার প্রমাণ। যার মধ্যে ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের জার্সিতে মাত্র ৬৩ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংস আজও অনেকের মনে রয়েছে।
প্রতিপক্ষ ছিল দিল্লি ক্যাপিটালস। টসে হেরে সঞ্জু স্যামসনকে নিয়ে ওপেন করতে নেমেছিলেন রাহানে। দলীয় ৫ রানেই ধাক্কা। রানের খাতা খোলার আগেই ডাগ-আউটে ফেরেন সঞ্জু। চাপের মুখে অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে শক্ত হাতে হাল ধরেন অভিজ্ঞ ভারতীয় তারকাটি। রাবাডা-ইশান্তের ঝাঁঝালো পেস আক্রমণকে ভোঁতা করে দিয়ে জুটিতে তাঁরা যোগ করেন ১৩০ রান। অর্ধশতরান পূর্ণ করে স্মিথ ফিরে যাওয়ার পরও মনঃসংযোগ হারাননি রাহানে। ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করেন তিনি। পূর্ণ করেন সেঞ্চুরি। বুঝিয়ে দেন, বল ঠিকমতো ব্যাটে এলে ঝড় তোলার ক্ষমতা তাঁরও রয়েছে। সেদিন মাঠের চারদিকেই বড় শটের প্রদর্শনী মেলে ধরেছিলেন জিঙ্কস। মেরেছিলেন ১১টি বাউন্ডারি ও ৩টি বিশাল ছক্কা। সেই সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯১ রান তুলেছিল রাজস্থান। তা সত্ত্বেও রাহানেকে মাঠ ছাড়তে হয়েছিল ট্র্যাজিক হিরোর বেদনা নিয়ে। কারণ শিখর ধাওয়ান ও ঋষভ পন্থের ঝোড়ো হাফ-সেঞ্চুরিতে ভর করে ৪ বল বাকি থাকতে ৬ উইকেটে জয় নিশ্চিত করেছিল দিল্লি। কিন্তু সেদিন ক্রিকেটপ্রেমীদের হৃদয় জিতেছিলেন রাহানেই।

23rd     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ