বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

শেষ মুহূর্তের গোলে হার বাঁচাল বার্সেলোনা

বার্সেলোনা- ১                                      :                                   গ্রানাডা- ১
(আরাহু)                                                                                     (দুয়ার্তে)

বার্সেলোনা: খারাপ সময় অব্যাহত বার্সেলোনার। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে আগেই লজ্জার হারের মুখ দেখেছিল রোনাল্ড কোম্যানের দল। এবার লা লিগাতেও ক্যাম্প ন্যু’য়ে ছন্নছাড়া পারফরম্যান্সের রেশ কাটিয়ে উঠতে ব্যর্থ সের্গিও বুস্কেতস-ডে জংরা। সোমবার লিগ টেবিলের ১৭ নম্বর স্থানে থাকা গ্রানাডার বিরুদ্ধে কোনওক্রমে হার বাঁচাল বার্সা। ম্যাচের দু’মিনিটে ডমিনগোজ দুয়ার্তের লক্ষ্যভেদে লিড নেয় গ্রানাডা। ম্যাচে সমতায় ফেরার একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ মেম্ফিস ডিপে-কুতিনহোরা। ঘরের মাঠে পরপর দু’টি ম্যাচে হারের প্রহর গুনছিলেন বার্সা সমর্থকরা। তবে ম্যাচের শেষ লগ্নে রোনাল্ড আরাহুর গোলে অবশেষে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল তারা। উল্লেখ্য, চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে লিগ টেবিলের আট নম্বরে নামল বার্সা। আর দলের এই হতাশাজনক পারফরম্যান্সের জেরে চাকরি হারাতে চলেছেন কোচ কোম্যান। তবে বিকল্প না পাওয়া পর্যন্ত তাঁকেই দায়িত্ব সামলাতে হবে। উল্লেখ্য, সোমবার দলের ড্রয়ের পরেই নতুন কোচের খোঁজে নেমে পড়ছেন সভাপতি হুয়ান লাপোর্তে। দৌড়ে এগিয়ে বেলজিয়াম জাতীয় দলের কোচ রবার্তো মার্তিনেজ। তবে তাঁকে পাওয়া নিয়ে নিশ্চিত নন বার্সা সভাপতি। তাই একই সঙ্গে দলের দুই প্রাক্তনী জাভি হার্নান্ডেজ ও আন্দ্রে ইনিয়েস্তাকেও বাজিয়ে দেখছেন তিনি।প্রাণভ্রমরা লিও মেসির বিদায়ের পরই এক ধাক্কায় অতি সাধারণ দলে পরিণত হয়েছে বার্সেলোনা। লিগের প্রথম তিন ম্যাচে দু’টিতে জিতলেও, দলের পারফরম্যান্সে মোটেই আশানুরূপ ছিল না। প্রশ্ন উঠেছিল কোচ কোম্যানের স্ট্র্যাটেজি নিয়েও। পারফরম্যান্সে নেই তিকি-তাকা’র ছাপ। আর চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের কাছে হারের পর দলের মেরুদণ্ডটাই যেন ভেঙে গিয়েছে। সোমবার গ্রানাডার বিরুদ্ধে দলের হতাশাজনক পারফরম্যান্সের পর কোম্যান স্বীকার করে নেন, এই দল নিয়ে তিকি-তাকা খেলা সম্ভব নয়। একই সঙ্গে তাঁর চাকরি খোয়ানোর প্রসঙ্গে ডাচ কোচ বলেন, ‘এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাই না। আপাতত আমি বার্সেলোনার কোচ। আর নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করে যাব।’

22nd     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ