বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

নাসাফকে হারানোর ক্ষমতা আমাদের রয়েছে
মন্তব্য এটিকে মোহন বাগান কোচের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এএফসি কাপের জোনাল সেমি-ফাইনালে আল নাসাফের বিরুদ্ধে খেলতে নামার আগে মঙ্গলবার ছিল এটিকে মোহন বাগানের শেষ অনুশীলন। এদিন সেটপিস মুভমেন্টে বিশেষ নজর দিয়েছিলেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। পেনাল্টি শ্যুট-আউটের জন্য হল বিশেষ প্র্যাকটিস। চলতি মরশুমে উজবেকিস্তান লিগে চার নম্বরে থাকা আল নাসাফ খেলেছে ২২টি ম্যাচ। তাই ফিটনেস এবং বোঝাপড়ায় এটিকে মোহন বাগানের থেকে এগিয়ে রয়েছে তারা। এই ঘাটতি মেটানোর জন্য অবশ্য দুবাইয়ের শিবিরে ফুটবলারদের শারীরিক সক্ষমতার উপর জোর দিয়েছিলেন সবুজ-মেরুন কোচ। আল নাসাফের বিরুদ্ধে খেলতে নামার আগে হাবাস বলেছেন,‘ প্রতিপক্ষ  বেশ শক্তিশালী দল। তবে ওদের হারানোর ক্ষমতা আমাদের আছে। বিপক্ষ দলের নিউক্লিয়াস দুই সার্বিয়ান ফুটবলার। এছাড়া বেশ কয়েকজন দক্ষ উজবেক খেলোয়াড়ও রয়েছে। তবে মুহূর্তের মধ্যে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতাধারী ফুটবলারের সংখ্যা বেশি এটিকে মোহন বাগানে। এএফসি কাপে  সবুজ-মেরুন জার্সিধারীরা এর আগেও খেলেছে। কিন্তু কখনও জোনাল সেমি-ফাইনালে যেতে পারেনি। তাই সমর্থকদের কাছে ম্যাচের গুরুত্বই আলাদা। আমার ছেলেরাও তা অনুভব করেছে। বিপক্ষ রক্ষণের কিছু ত্রুটি আমাদের চোখে ধরা পড়েছে। সেই ফাঁকফোকরগুলি কাজে লাগাতে পারলেই জয় নিশ্চিত।  সবুজ-মেরুন জার্সিতে প্রথম খেলার জন্য জনি কাউকো মুখিয়ে আছে। প্রবীর দাস ও সুসাইরাজ মালদ্বীপে না থাকলেও এখানে দলের সঙ্গে এসেছে। তবে ওরা দীর্ঘদিন ম্যাচের মধ্যে নেই। ওদের পরিবর্ত হিসেবে নামানোর পরিকল্পনা রয়েছে।’ প্রথম একাদশ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি কোচ হাবাস। তবে জানা গেল, ৪-৪-২ ছকে দল নামানোর সম্ভাবনাই বেশি। গোলে অমরিন্দর সিং থাকছেন। চার ডিফেন্ডার হলেন যথাক্রমে আশুতোষ মেহতা, প্রীতম কোটাল, কার্ল ম্যাকহ্যাগ ও শুভাশিস বসু। মাঝমাঠে মনবীর সিং, জনি কাউকো, লেনি রডরিগস ও লিস্টন কোলাসো। আপফ্রন্টে রয় কৃষ্ণা ও ডেভিড উইলিয়ামস।আল নাসাফের সম্পদ হল উইং প্লে। তা রুখতে মনবীর কিংবা লিস্টন প্রথমার্ধে খুব বেশি আক্রমণে যাবেন না। দ্বিতীয়ার্ধের মাঝমাঝি হাবাস স্বভাবসুলভাবে আক্রমণে চাপ বাড়াবেন। গোল পেলে ভালো। না হলে লড়াই হবে ১২০ মিনিটের। অত্যন্ত অঙ্ক কষে বুধবার রাতে খেলবে এটিকে মোহন বাগান। টাই-ব্রেকারের জন্য হাবাসের তালিকা তৈরি।প্রীতম কোটাল মূলত রাইট ব্যাক। সন্দেশ চলে যাওয়ায় তাঁকে খেলতে হচ্ছে স্টপারে। এই ব্যাপারে প্রীতম জানিয়েছেন, ‘পরিচিত হওয়ার পর সকলে আমাকে রাইট ব্যাকে দেখছেন। আমি ছোটবেলায় স্টপারেই খেলতাম। তাই পজিশন বদলালেও কোনও অসুবিধা হচ্ছে না।’ তবে প্রশ্ন হচ্ছে, গোলের মধ্যে থাকা আল নাসাফের দুই সার্বিয়ান খেলোয়াড় আন্দ্রিজা কালুদেরোভিচ ও মার্কো স্ট্যানোজেভিচকে এটিকের মেকশিফট স্টপাররা কি আটকাতে পারবেন? নাসাফের কোচ রুজিকল বারদিয়েভ জানিয়েছেন, ‘আমাদের দলে দুই বিদেশি। এছাড়া রয়েছে কুসাইন নোরাচেভ,শেরজেড, খুশনিদিন অলিকুয়েভ, আকমলের মতো উজবেক জাতীয় দলের খেলোয়াড়রা। ফুটবলারদের মধ্যে বোঝাপড়া খুবই ভালো। ঘরের মাঠে খেলা। তাই চাপে থাকবে এটিকে মোহন বাগানই।’

22nd     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ