বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

দলকে উজ্জীবিত করতে  
ভোকাল টনিক কোহলির

আবুধাবি: চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্বে শুরুটা ভালো হল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বড় ব্যবধানে হারল তারা। ব্যর্থ অধিনায়ক বিরাট কোহলি থেকে এবি ডি’ভিলিয়ার্স। পরাজয়ের কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাতেই মূলত দায়ী করেছে টিম ম্যানেজমেন্ট। ক্যাপ্টেন কোহলি এখনই কাটাছেঁড়াতে যেতে রাজি নন। কারণ, সামনে লড়াই আরও কঠিন। তাই সমালোচনার পথে না হেঁটে ড্রেসিং-রুমে ফিরে তিনি দলের মনোবল বাড়ানোর চেষ্টা করলেন। প্রতিযোগিতার প্রথম পর্বে বেশ ভালোই পারফর্ম করেছিল আরসিবি। সেই কারণেই কেকেআরের কাছে হারা সত্ত্বেও তারা তৃতীয় স্থানে রয়েছে। কোহলিদের ঝুলিতে এখন ৮ খেলে ১০ পয়েন্ট। ভুল শুধরে বাকি ম্যাচগুলিতে সেরাটা মেলে ধরতে পারলে প্লে-অফের দরজা উন্মুক্ত হয়ে যেতে পারে আরসিবি’র সামনে। আর সেক্ষেত্রে বেঁচে থাকবে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। সতীর্থদের চাঙ্গা করতে বিরাটের বার্তা, ‘এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমাদের দ্রুত ঘুরে দাঁড়াতে হবে। তার জন্য সবার আগে দরকার মনোবল ফিরে পাওয়া। তাই অতীত নিয়ে আর বেশি না ভাবাই ভালো। বরং তাকানো উচিত সামনের দিকে। এখন প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। আমরা শুরুতে যে ক্রিকেট উপহার দিয়েছিলাম, সেটা ফিরিয়ে আনতেই হবে। সময় থাকতেই সমস্যা খুঁজে বের করতে হবে। তাহলে সাফল্যের পথে ফিরে আসা যাবে সহজেই।’
এদিকে, জাতীয় দলের জার্সিতে টি-২০ ফরম্যাটের পাশাপাশি আইপিএলেও অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট। এই প্রসঙ্গে প্রাক্তন ক্রিকেটার চাঁদু বোরে জানান, ‘বিরাট হয়তো আরও বেশি করে ব্যাটিংয়ের উপর মনঃসংযোগ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে। মনে রাখতে হবে, অধিনায়কত্বের চাপ সামলে খেলোয়াড় হিসেবে সেরাটা মেলে ধরাটা বড়ই চ্যালেঞ্জিং। তাই হয়তো টি-২০ থেকে অধিনায়কত্বের দায়িত্ব ঝেড়ে কিছুটা হাল্কা হতে চেয়েছে ও।’

22nd     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ