বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

জিতে মুম্বইকে জবাব চেন্নাইয়ের

দুবাই: রবিবার আইপিএলের দ্বিতীয় পর্বে মুম্বই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়ে মোক্ষম জবাব দিল চেন্নাই সুপার কিংস। প্রথম লেগের সাক্ষাতে মুম্বইয়ের কাছে হেরেছিল ধোনির দল। এদিন প্রথমে ব্যাট করে চেন্নাই ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে। জবাবে মুম্বই নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৩৬ রান তোলে। 
ব্যাটিংয়ে চেন্নাইয়ের জয়ের ভিত গড়েন ম্যাচের সেরা ঋতুরাজ গায়কোয়াড়। বোলিংয়ে   জয়ের কারিগর ডোয়েন ব্রাভো ও দীপক চাহার। পাঁচ ওভারের মধ্যে মুম্বইয়ের দু’টি উইকেট তুলে নিয়ে বড় ধাক্কা দেন দীপক। তিনি দুই ওপেনার কুইন্টন ডি’কক (১৭) ও আনমোলপ্রীত সিংকে (১৬) ডাগ আউটে ফেরান। ষষ্ঠ ওভারেই সূর্যকুমার যাদবকে (৩) আউট করেন শার্দূল ঠাকুর। এরপর ঈশান কিষান ও সৌরভ তিওয়ারির জুটিতে মুম্বই কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু দশম ওভারেই ঈশান (১১) ব্রাভোর বলে রায়নার হাতে ক্যাচ দেন। সৌরভ তিওয়ারি (৪০ বলে ৫০ রান) ছাড়া আর কেউই উইকেটে থিতু হতে পারেননি। ডোয়েন ব্রাভো ২৫ রানে তিন উইকেটে নিয়ে মুম্বই ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। টসে জিতে সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলছিলেন, ‘এই পিচে বড় রান তোলার সুযোগ রয়েছে।’ কিন্তু প্রথম দিকে পর পর উইকেট খুইয়ে চাপে পড়ে চেন্নাই। টপ অর্ডার ব্যাটসম্যানরা চালিয়ে খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন। কিছুটা ধরে খেলার ফল পান ঋতুরাজ গায়কোয়াড়। ৫৮ বলে ৯টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৮ রানে অপরাজিত থাকেন এই তরুণ ওপেনার। প্রথম ওভারেই ট্রেন্ট বোল্টের বলে খাতা না খুলে মাঠ ছাড়েন ফাফ ডু’প্লেসি। পরের ওভারে মঈন আলির উইকেট তুলে নেন অ্যাডাম মিলনে (০)। তিন বল খেলেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন অম্বাতি রায়াডু। ধুঁকতে থাকা চেন্নাইয়ের ব্যাটিংকে অক্সিজেন জোগানোর সুযোগ পেয়েছিলেন সুরেশ রায়না। ছ’টি বল খেলেই তিনি রাহুল চাহালের হাতে ক্যাচ জমা দেন। ধোনি ৩ রানে মিলনের বলে বোল্টের হাতে ধরা পড়েন। তখন সিএসকে’র স্কোর ৪ উইকেটে ২৪। ডাগ আউটে বসে হাসছিলেন চোটের জন্য বিশ্রাম নেওয়া রোহিত শর্মা। কিন্তু প্রবল চাপের মুখে ঋতুরাজের লড়াই চেন্নাইকে সম্মানজনক স্কোর খাড়া করতেও সাহায্য করেছে। পঞ্চম উইকেটে জাদেজার সঙ্গে যোগ করেন ৮১ রান। ২৬ রানে বুমরাহর বলে আউট হন জাড্ডু। ৮ বলে ২৩ রান করেন ব্রাভো। 

20th     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ