বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ভারতীয় হকিতে নতুন জোয়ার এল
ধনরাজ পিল্লাই

হতাশার কিছু নেই। রুপো বা সোনা জেতার সুযোগ হাতছাড়া হলেও ভারতীয় পুরুষ হকি দলের সামনে ব্রোঞ্জ পাওয়ার পথ এখনও খোলা। তাই মনপ্রীতদের বলব, বেলজিয়াম ম্যাচ ভুলে সামনের দিকে তাকানো উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলাতেও একই সুর শোনা গিয়েছে। রুপিন্দরদের লড়াইকে তিনিও কুর্নিশ জানিয়েছেন। টোকিও রওনা হওয়ার আগে ভারতীয় অ্যাথলিটদের উজ্জীবিত করেছিলেন প্রধানমন্ত্রী। বলেছিলেন, ‘পদক নিয়ে ভেবো না, ভালো পারফর্ম করো।’ এবারের ওলিম্পিকসে আমাদের ছেলে-মেয়েরা সেই চেষ্টাই করছে।
হকিতে নতুন জোয়ার দেখে খুব ভালো লাগছে। এর জন্য অবশ্যই কৃতিত্ব দিতে হবে মনপ্রীত, রানিদের। সেমি-ফাইনালে যোগ্যতা অর্জন করাটাও সহজ ব্যাপার নয়। পদক আদৌ জিততে পারবে কিনা বা পদকের রং কী হবে, তা নিয়ে আমার কোনও আগ্রহ নেই। আমি খুশি এই কারণে, ভারতীয় হকি দল সোনালি অতীত ফিরিয়ে আনার চেষ্টা করছে। এর জন্য খেলোয়াড়দের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ইতিবাচক চিন্তাভাবনার প্রশংসাও করতে হবে। অতীতে কেন্দ্রীয় বাজেটে ক্রীড়াখাতে খুব বেশি অর্থ বরাদ্দ হতো না। সেই ছবিটা এখন অনেকটাই বদলেছে। শুধু হকি নয়, ওলিম্পিকসে অংশগ্রহণকারী প্রত্যেক অ্যাথলিটই প্রস্তুতির জন্য দুর্দান্ত সুযোগ সুবিধা পেয়েছে। আমি গুজরাত স্পোর্টস অথরিটির কোচ হওয়ার সুবাদে রাজ্যে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের ছবিটা খুব কাছ থেকে পরখ করার সুযোগ পেয়েছি। ‘খেলো ইন্ডিয়া’ এক যুগান্তকারী প্রকল্প। যেখানে দেশের উঠতি প্রতিভাবনা অ্যাথলিটদের বিভিন্নভাবে সাহায্য করা হচ্ছে। এমনকী, মাসে ১০ হাজার টাকা করে তিন হাজার অ্যাথলিটকে হাতখরচও দেওয়া হয়।
ওলিম্পিকসের আসরে ভারত ধীরে ধীরে উন্নতি করছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনে আমরা অবশ্যই আরও বেশি পদক জিতব।   (পিএমজি)

4th     August,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ