বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

আজ শ্রীজেশই বড় ভরসা: অশোক কুমার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার ওলিম্পিক হকির সেমি-ফাইনালে ভারতের প্রতিপক্ষ বেলজিয়াম। রিওতে রুপো জয়ী দলটি এবারের গেমসে এখনও পর্যন্ত সবথেকে বেশি গোল করেছে। ভারতের সম্ভাবনা কতটা? ১৯৭৫ সালে কুয়ালালামপুর বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতীয় দলের নায়ক অশোক কুমার মনে করছেন, শেষ চারের লড়াইয়ে ভারতের বড় ভরসা গোলরক্ষক শ্রীজেশ। তিনি বলেন, ‘ভারতের রক্ষণে কিছু ত্রুটি আছে। কিন্তু দুর্গরক্ষায় নির্ভরতা দিচ্ছে শ্রীজেশ। এখনও পর্যন্ত টোকিওতে প্রায় ১৫-১৬টি সেভ করেছে ও। প্রতিটি ম্যাচের আগে প্রতিপক্ষ স্ট্রাইকারদের নিয়ে হোমওয়ার্ক করা ওর অভ্যাস। ম্যাচ টাই-ব্রেকারে গড়ালে শ্রীজেশের জন্যই ভারত বাড়তি সুবিধা পাবে।’ তিনি আরও বলেন, ‘গ্রুপ লিগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত সাত গোল হজম করেছিল। কিন্তু তারপর মনপ্রীতরা টানা চারটি ম্যাচ জিতেছে। প্রথম দিকে ভারতীয় স্ট্রাইকাররা গোল পাচ্ছিল না। আসল সময়ে ফিল্ড গোল পেতে শুরু করে। আসলে অস্ট্রেলিয়া ম্যাচের পর দলে কিছু পরিবর্তন করেছে কোচ গ্রাহাম রিড। সেগুলি ক্লিক করে গিয়েছে। আমি আশাবাদী, ভারত ফাইনাল খেলবে।’
২০১৮ সালে ভুবনেশ্বর বিশ্বকাপে চ্যাম্পিয়ন বেলজিয়াম। রিও গেমসে রানার্স। শেষ ওয়ার্ল্ড প্রো লিগেও হয়েছে সেরা। মঙ্গলবার ভারতের জয়ের কাঁটা হয়ে উঠতে পারেন  স্ট্রাইকার আলেকজান্ডার। আপাতত দু’টি হ্যাটট্রিকসহ করেছেন ১১ গোল। রুপিন্দর পাল সিংদের কড়া নজরে রাখতে হবে সেবাস্টিয়ান, জন ডোরহ্যামের দিকে। বেলজিয়ামের বিরুদ্ধে শেষ পাঁচবারের সাক্ষাতে চারটি ম্যাচে জিতেছে ভারত। তাই তো অধিনায়ক মনপ্রীত বলছেন, ‘এখনও কাজ শেষ হয়নি। ফাইনালে যেতে  আমরা আত্মপ্রত্যয়ী।’

3rd     August,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ