বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ইতিহাস গড়ে সেমি-ফাইনালে
 পৌঁছল ভারতীয় মহিলা হকি টিম
কোর্য়াটার ফাইনালে অজিদের হারাল ১-০ গোলে

টোকিও, ২ আগস্ট: ওলিম্পিকসে ইতিহাস গড়ল ভারতীয় মহিলা হকি টিম। তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমি-ফাইনালে উঠল রানিরা। ওলিম্পিকে এই প্রথমবার শেষ চারে জায়গা করে নিল ভারতীয় মহিলা হকি টিম। আজ, সোমবার গোটা ম্যাচেই ছিল ভারতীয় হকি খেলোয়াড়দের দাপট। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করেন গুরজিত কাউর। এরপর অস্ট্রেলিয়া গোল করার প্রচেষ্টা করলেও লাভ হয়নি। তাঁদের লাগাতার আক্রমণ রুখে দেয় ভারতীয় ডিফেন্ডারেরা। একের পর এক শট আটকে দেন ভারতীয় গোলকিপার সবিতা পুনিয়া। অন্যদিকে, ম্যাচের ৯ মিনিটে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় রানির শট। এরপর গুরজিতের গোলে শেষ হাসি হাসে রানিরা। যদিও অজিদের কাছে ম্যাচে ফেরার প্রচুর সুযোগ ছিল। মোট ৯টি পেনাল্টি কর্নার পায় তারা। কিন্তু একটিও কাজে লাগাতে পারেনি। উল্টোদিকে ভারত মাত্র একটি পেনাল্টি কর্নার পেয়েই বাজিমাত করে। ম্যাচের শেষ মূহুর্ত পর্যন্ত টানটান উত্তেজনা বজায় ছিল। উল্লেখ্য, ওলিম্পিকসের প্রথম তিনটি ম্যাচেই হেরেছিল মহিলা হকি দল। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ১-৫ গোলে। পরে জার্মানি এবং গ্রেট ব্রিটেনের কাছে হার মানতে হয় তাঁদের। কিন্তু হাল ছাড়েনি রানি-শর্মিলা-গুরজিতরা। দুরন্ত কামব্যাক করে আয়ারল্যান্ড এবং পরে দক্ষিণ আফ্রিকাকে হারায় তাঁরা। জায়গা করে নেয় কোর্য়াটার ফাইনালে। শেষে ওলিম্পিকসে তিনবারের সোনাজয়ী অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে ফেলল তাঁরা। পৌঁছে গেল সেমি-ফাইনালে। এই নিয়ে মাত্র তিনবার ওলিম্পিকসে খেলছে ভারতের মহিলা হকি টিম। ১৯৮০ সালে রাউন্ড রবিন লিগ ফর্ম্যাটে খেলা হয়েছিল। সেবার চতুর্থ স্থানে অধিকার করেছিল ভারতীয় মহিলা হকি দল। এরপর ২০১৬ সালে খেলেছিল ভারত। তবে সেবারে অবশ্য উল্লেখযোগ্য সাফল্য আসেনি। কিন্তু এবারের প্রচেষ্টায় ইতিহাস গড়লেন ভারতীয় মেয়েরা। অন্যদিকে, পুরুষ হকির পাশাপাশি মহিলা হকিতেও সাফল্যের মুখ দেখায় স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।

2nd     August,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ