বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ছেলেদের লড়াইয়ে খুশি কোচ দ্রাবিড়
করোনায় সংক্রামিত চাহাল ও গৌতম

কলম্বো: শ্রীলঙ্কায় ভারতীয় শিবিরে ফের করোনার থাবা। ক্রুনাল পান্ডিয়ার পর এবার কৃষ্ণাপ্পা গৌতম ও যুজবেন্দ্র চাহালের শরীরে মিলল এই মারণ ভাইরাস। ফলে তাঁদের কলম্বোতে রেখেই ভারতীয় দলের বাকি সদস্যরা দেশে ফিরলেন। জানা গিয়েছে, নিয়মিত করোনা পরীক্ষায় চাহালদের রিপোর্ট পজিটিভ এসেছে। তাই আপাতত শ্রীলঙ্কার রাজধানীতে গৌতম ও চাহালকে ৭ দিন নিভৃতবাসে থাকতে হবে। উল্লেখ্য, প্রথম টি-২০ ম্যাচের শেষেই ক্রুনাল করোনায় আক্রান্ত হন। এরপর তাঁর সংস্পর্শে আসা আট  ক্রিকেটারকেও আইসোলেশনে রাখা হয়। সেই তালিকায় ছিলেন চাহাল ও গৌতম। তাঁদের প্রাথমিক রিপোর্ট নেগেটিভ এলেও শুক্রবার পজিটিভ এসেছে।
শ্রীলঙ্কার কাছে টি-২০ সিরিজ ১-২ ব্যবধানে হেরেছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার হাসারাঙ্গাদের ঘূর্ণির সামনে প্রত্যাশিত পারফরম্যান্স মেলে ধরতে পারেননি সঞ্জু স্যামসনরা। এই প্রসঙ্গে কোচ রাহুল দ্রাবিড় ব঩লেন, ‘এই সফর আমাদের জন্য বেশ কঠিন ছিল। তবে ছেলেদের পারফরম্যান্সে মোটেও হতাশ নই। ওরা সবাই তরুণ। নতুন পরিবেশে একটু মানিয়ে নিতে সমস্যা হয়েছে। তার উপর ছিল করোনার চোখরাঙানি। সব বাধা সামলে ওরা সেরাটা মেলে ধরার চেষ্টা করেছে। এই ভাবেই শিখবে।’ তবে শ্রীলঙ্কা সফরের শুরুটা দারুণ করেছিল রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষাধীন টিম ইন্ডিয়া। একদিনের সিরিজ ২-১ ব্যবধানে পকেটে পুরে নেওয়ার পর টি-২০ লড়াইয়েও ফেভারিট ছিলেন শিখর ধাওয়ানরা। প্রত্যাশা মতোই জয় এসেছিল প্রথম ম্যাচে। তবে ক্রুনাল পান্ডিয়া আচমকাই করোনায় আক্রান্ত হওয়ায় দলের ফোকাস নষ্ট হয়ে যায়। একাধিক ক্রিকেটার আইসোলেশনে থাকায় দ্বিতীয় টি-২০ ম্যাচে দলে একাধিক পরিবর্তন করতে বাধ্য হয়েছিল টিম ম্যানেজমেন্ট। এই প্রসঙ্গে কোচ দ্রাবিড়ের মন্তব্য, ‘স্কোয়াডে থাকা সবাই প্রথম একাদশে খেলার যোগ্য। তাই কোনও অজুহাত খাটে না। আসলে স্লো-উইকেটে আমাদের ছেলেরা সেরাটা মেলে ধরতে পারেনি। পাশাপাশি শ্রীলঙ্কার স্পিনারদেরও প্রশংসা করতে হবে। ওদের দলে প্রতিভার অভাব নেই।’ প্রথমবার জাতীয় সিনিয়র দলের কোচের দায়িত্ব পালন করলেন দ্রাবিড়। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘দারুণ অভিজ্ঞতা। প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। দায়িত্ব এখানেই শেষ।’

31st     July,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ
 
হরিপদ
 
31st     May,   2021
30th     May,   2021