বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

কঠিন ড্রয়ের সামনে পাঙ্গাল, মেরি কমরা

টোকিও: প্রথম রাউন্ডে বাই পেলেও ওলিম্পিক বক্সিংয়ে কঠিন ড্রয়ের সামনে অমিত পাঙ্গাল (৫২ কেজি)। কারণ পরের রাউন্ডে তাঁর প্রতিদ্বন্দ্বী হবেন বসনিয়ার মহম্মদ ওতুকিলে ও কলম্বিয়ার হেরনে মার্টিনেজের মধ্যে লড়াইয়ের বিজয়ী। এই দুই বক্সারই আন্তর্জাতিক সার্কিটে যথেষ্ট খ্যাতিমান। রাউন্ড অব সিক্সটিনে জিতলে কোয়ার্টার ফাইনালে অমিতের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হতে পারেন চীনের হু জিয়ানগুয়েন, যিনি রিওতে ব্রোঞ্জ পেয়েছিলেন। তবে শীর্ষবাছাই তথা বিশ্বের এক নম্বর ভারতীয় বক্সারটি দারুণ ফর্মে রয়েছেন। বৃহস্পতিবারের ড্রয়ে অমিত ছাড়াও প্রথম রাউন্ডে বাই পেয়েছেন ভারতের আরও এক বক্সার সতীশ কুমার (৯১ কেজি প্লাস)। ফলে সরাসরি প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে অভিযান শুরু করবেন তিনি। লড়বেন জামাইকার রিকার্ডো ব্রাউনের বিরুদ্ধে। ৫৯ কেজি বিভাগে বিকাশ কৃষ্ণান শনিবার প্রথম রাউন্ডে লড়বেন জাপানের মেনসা ওকাজাওয়ার বিরুদ্ধে। মহিলাদের বক্সিংয়ে ভারতের সেরা বাজি মেরি কম (৫১ কেজি)। ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন মণিপুরী তারকা ২৫ জুলাই নামবেন ডমিনিকার মিগুয়েলিনা হার্নান্ডেজের বিরুদ্ধে।

23rd     July,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ