বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

নীরজকে চ্যালেঞ্জ জানালেন প্রতিপক্ষ ভেট্টের

নয়াদিল্লি: নীরজ চোপড়াকে কার্যত চ্যালেঞ্জ ছুড়লেন জার্মানির জোহানেস ভেট্টের। টোকিও ওলিম্পিকসে ভারতীয় জ্যাভেলিন থ্রোয়ারটি তাঁকে হারাতে পারবেন না বলে সোজাসুজি মন্তব্য করেছেন ভেট্টের।
জ্যাভেলিন থ্রোয়ে সোনা জেতার জন্য টোকিওতে ভেট্টেরকেই ফেভারিট হিসেবে ধরা হচ্ছে। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন তিনি। টোকিও গেমসে নামার আগেও আত্মবিশ্বাসে ভরপুর দেখাচ্ছে এই তারকা জ্যাভেলিন থ্রোয়ারকে। ভেট্টের বলেছেন, ‘এ বছর নীরজ দু’বার ভালো থ্রো করেছে। ফিনল্যান্ডে ৮৬ মিটার ছুড়েছিল। যদি শরীর ঠিকঠাক থাকে ও সঠিক টেকনিক মেনে চলে, তবে আরও দূরে ছুঁড়তেই পারে সে। তবে ওর আসল লড়াই আমার বিরুদ্ধে। টোকিওতে ৯০ মিটারের বেশি ছোড়ার লক্ষ্য রয়েছে আমার। তাই আমাকে হারানো নীরজের পক্ষে কঠিন হবে।’
ভেট্টের যেখানে ৯০ মিটারের উপরে ছুড়তে মরিয়া, নীরজের সেরা থ্রো সেখানে ৮৮.০৭ মিটার। ফিনল্যান্ডে তিনি ৮৬.৭৯ মিটার ছুড়ে তৃতীয় হন। ভেট্টের প্রথম হন ৯৩.৫৯ মিটার ছুড়ে। ২০১৮ সালে জার্মানির ওফেনবার্গে দু’জনের প্রথম দেখা হয়েছিল। দু’জনেই সেখানে অনুশীলন করছিলেন। বিখ্যাত কোচ ওয়ের্নার ড্যানিয়েলের তত্ত্বাবধানে সেই সময় মাস তিনেক প্রচুর পরিশ্রম করেন নীরজ। সেখানে এক প্রতিযোগিতায় ভেট্টেরের পর দু’নম্বরে ছিলেন তিনি। তিন বছর পর গত মাসে ফিনল্যান্ডে কুয়োর্তান গেমসে ফের মুখোমুখি হন দু’জনে। এমনকী, হেলসিঙ্কি থেকে একই গাড়িতে দু’জন এসেছিলেন ফিনল্যান্ডে। ভেট্টের বলেছেন, ‘নীরজ খুব বন্ধুত্বপূর্ণ। আমরা চার ঘণ্টা ছিলাম গাড়িতে। জ্যাভেলিন থেকে শুরু করে পারিবারিক নানান বিষয়ে কথা হয়েছিল আমাদের।’ সেই সফর প্রসঙ্গে নীরজ বলেছেন, ‘ভেট্টের খুবই ভালো মানুষ। ওর সঙ্গে অনেক সময় কাটিয়েছি। থ্রোয়ের টেকনিক নিয়েও আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়।’
ভেট্টের এখন রয়েছেন স্বপ্নের ফর্মে। গত দুই বছরে তিনিই বিশ্বের একমাত্র জ্যাভেলিন থ্রোয়ার হিসেবে ৯০ মিটারের বেশি ছুড়েছেন। সার্বিকভাবে মোট ১৮ বার ভেট্টের ৯০ মিটার পার করেছেন। এর মধ্যে গত এপ্রিল থেকে জুনের মধ্যে টানা সাতটি প্রতিযোগিতাও রয়েছে। গত বছর ৯৭.৭৬ মিটার ছুড়ে বিশ্বরেকর্ড ভাঙার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। চেক কিংবদন্তি জ্যান জেলেজনির ছোড়া ৯৮.৪৮ মিটারের ইতিহাস থেকে যা মাত্র ৭২ সেন্টিমিটার কম। টোকিওতে অবশ্য বিশ্বরেকর্ড নয়, সোনা জেতাই তাঁর প্রধান লক্ষ্য। ভেট্টেরের কথায়, ‘জানি, ভালো ছন্দে রয়েছি। তবে নিজের উপর বাড়তি চাপ ডেকে আনছি না। উপভোগ করতে চাইছি খেলাটাকে। দেখা যাক কত দূরে ছুড়তে পারি। সোনা জয়কেই পাখির চোখ করছি, রেকর্ডকে নয়।’

23rd     July,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ