বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

টিমগেমের প্রশংসায়
দ্রাবিড়

 

কলম্বো: মঙ্গলবার রাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে একটি পর্বে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ভারতের। জয়ের জন্য প্রয়োজন ছিল ২৭৬ রান। কিন্তু ১৯৩ রানের মধ্যেই ৭টি উইকেট খুইয়েছিল টিম ইন্ডিয়া। তবুও কঠিন পরিস্থিতিতে হাল ছাড়েননি দীপক চাহার-ভুবনেশ্বর কুমাররা। রুদ্ধশ্বাস ম্যাচ জিতে তৃপ্ত কোচ রাহুল দ্রাবিড়। তিনি বলেছেন, ‘শ্রীলঙ্কাকে দল হিসেবে আমরা সম্মান করি। ওরা কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। আমাদের তরুণরা তার যোগ্য জবাব দিয়েছে। এভাবে জয় ছিনিয়ে আনতে পারায় কোচ হিসেবে আমি আনন্দিত। তবে হারলেও হতাশ হওয়ার কিছু ছিল না। সেক্ষেত্রে চাপের মুহূর্তে প্রতিপক্ষ শিবিরে লড়াই পৌঁছে দেওয়ার মধ্যে একটি ইতিবাচক দিক থাকত। দীপক চাহারের লড়াইকে কুর্নিশ। ব্যক্তিগত নৈপুণ্যের চেয়েও আমি এই সাফল্যে টিমগেমের কথাই আগে বলব। ব্যাটে-বলে প্রায় সবাই কিছু অবদান রেখেছে।’বুধবার টিম ম্যানেজমেন্টের পক্ষে তিন ক্রিকেটারের একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়। সেখানে ম্যাচের নায়ক দীপক চাহার মন্তব্য করেন, ‘জীবনের প্রথম হাফ-সেঞ্চুরি অবশ্যই আনন্দ দিয়েছে। চাপের মুখে এই ইনিংস খেলে আমি তৃপ্ত।’ আরেক তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের বক্তব্য,‘আনন্দ প্রকাশের ভাষা আমার অভিধানে নেই। কেরিয়ারের সবথেকে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেললাম।’ ভুবনেশ্বর কুমার বলেছেন, ‘দলের প্রয়োজনে ব্যাট হাতে কিছু অবদান রাখতে পেরে ভালো লাগছে।’

22nd     July,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ