বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

গোল খরাই চিন্তা স্পেনের

সেভিয়া: ইউরোর অন্যতম সফল দল স্পেন। ১৯৬৪, ২০০৮ ও ২০১২ মোট তিনবার চ্যাম্পিয়ন হয়েছে লা রোহারা। সে সব এখন সোনালি অতীত। ২০১২ সালের পর থেকে বড় মঞ্চে আর কোনও সাফল্য নেই স্পেনের। এবারও ইউরোর প্রথম ম্যাচেই সুইডেনের কাছে পয়েন্ট খুইয়েছেন জর্ডি আলবারা। ম্যাচটিতে ৯১৭টি পাসের রেকর্ড গড়েও গোলশূন্য ড্র করেছেন তাঁরা। সেই হতাশা ঝেড়ে গ্রুপ ‘ই’তে শনিবার স্পেন মুখোমুখি হবে পোল্যান্ডের। টুর্নামেন্টে অগ্রগতির আশা জিইয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে লুই এনরিকে-ব্রিগেডকে। যদিও আলভারো মোরাতা, ড্যানি ওলমোর খারাপ ফর্ম চিন্তায় রাখছে স্প্যানিশ কোচকে। অন্যদিকে, স্লোভাকিয়ার বিরুদ্ধে হেরে পোল্যান্ডেরও পিঠ দেওয়ালে ঠেকেছে। ধাক্কা সামলে ঘুরে দাড়াতে মরিয়া রবার্ট লিওয়ানডস্কিরা।
স্পেনের দলে তারকার অভাব নেই। এক পজিশনে একাধিক বিকল্প রয়েছে। কিন্তু রেকর্ড পাসের পাশাপাশি ৮৬ শতাংশ বলের দখল রেখেও সুইডেনের গোলের মুখ খুলতে না পারা, অবশ্যই তাদের মাথাব্যথার কারণ। বড়লোকের বাউণ্ডুলে ছেলের মতো একের পর এক সহজ সুযোগ অপচয় করেছেন মোরাতারা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তাদের আক্রমণভাগের যোগ্যতা নিয়ে। পোল্যান্ডের বিরুদ্ধে তাই নিজেদের জাত চেনানোর বাড়তি তাগিদ থাকবে স্প্যানিশ ফরোয়ার্ডদের মধ্যে। গোলখরা থেকে মুক্তি পাওয়ার ব্যাপারে কোচ এনরিকে আশাবাদী।

19th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ