বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

আজ আত্মবিশ্বাসী রোনাল্ডোদের বিরুদ্ধে কঠিন পরীক্ষা জার্মানির

মিউনিখ: বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে আধিপত্য দেখিয়েও হারের মুখ দেখতে হয়েছিল জার্মানিকে। তাও আবার একমাত্র আত্মঘাতী গোলে। যোগ্য স্ট্রাইকারের অভাবে ভুগতে হয়েছিল জোয়াকিম লো’র দলকে। তবে সেই হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে মরিয়া চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইউরো কাপের গ্রুপ-এফ’র দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন পতুর্গাল। হাঙ্গেরিকে ৩-০ ব্যবধানে হারিয়ে অভিযান শুরু করেছে ফার্নান্দো স্যান্টোসের দল। জোড়া লক্ষ্যভেদে ইউরোর ইতিহাসে সর্বাধিক গোলদাতার মুকুট হাসিল করেছেন রোনাল্ডোরা। সেই সঙ্গে টানা পাঁচটি ভিন্ন ইউরো কাপের আসরে গোল করারও নজিরও গড়েন তিনি। এবার জার্মানির বিরুদ্ধেও দুরন্ত ছন্দ ধরে রেখে শেষ ষোলার টিকিট নিশ্চিত করাই লক্ষ্য সিআর সেভেনের।
ইউরো কাপের পাঁচটি আসর মিলিয়ে রোনাল্ডোর গোল সংখ্যা আপাতত ১২। সেখানে চলতি টুর্নামেন্টে অংশগ্রহণকারী জার্মান দলের কোনও ফুটবলারই এখনও পর্যন্ত ইউরোয় গোলের স্বাদ পাননি। দলের অন্যতম অভিজ্ঞ ফুটবলার টমাস মুলারের নামের পাশে জ্বলজ্বল করছে ৩৯টি আন্তর্জাতিক গোল। অথচ ইউরোতে ১২টি ম্যাচ খেলেও একবারের জন্য জাল কাঁপাতে পারেননি তিনি। শনিবার পর্তুগালের বিরুদ্ধে এই বিবর্ণ পরিসংখ্যান বদলাতে মরিয়া থাকবেন মুলার। কোচ জোয়াকিম লো বলছেন, ‘ফ্রান্সের বিরুদ্ধে ছেলেরা সব করেছিল। তবে গোলের মুখ খুলতে পারেনি। যার ফলে শূন্য হাতেই মাঠ ছড়তে হয়েছে। তবে গ্রুপের বাকি দু’টি ম্যাচে জিতে ৬ পয়েন্ট তুলে নেওয়ার সুযোগ এখনও রয়েছে। আশা করি, ভুল শুধরে সেরাটা মেলে ধরবে দল।’ যদিও পর্তুগালের বিরুদ্ধে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাবেন না জার্মান কোচ। বৃহস্পতিবার অনুশীলনে চোট পান ডিফেন্ডার লুকাস কোলস্টারমান। এছাড়া হালকা চোট রয়েছে সের্গে নাবরি ও জোনাস হফম্যানের। তবে চোট সারিয়ে উঠেছেন লিওন গোরেৎস্কা। পর্তুগালের বিরুদ্ধে তাঁকে খেলানোর ইঙ্গিত দিয়ে রাখলেন লো।
অন্যদিকে, দারুণ ছন্দে রয়েছে পতুর্গাল। হাঙ্গেরির বিরুদ্ধে প্রথম ম্যাচে অনুরাগীদের মন ভরিয়ে দিয়েছেন রোনাল্ডোরা। বিশেষ করে প্রাপ্ত সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে মুন্সিয়ানা দেখিয়েছে কোচ স্যান্টোসের দল। মাঝমাঠে নজর কাড়েন ব্রুনো ফার্নান্ডেজ, ডিয়েগো জোতা। তবে দলের জয়ের মূল কাণ্ডারী ছিলেন রোনাল্ডোই। জোড়া গোলই তার প্রমাণ। এবার জার্মানির বিরুদ্ধেও স্কোরশিটে নাম তুলে দলকে শেষ ষোলোর টিকিট এনে দিতে বদ্ধপরিকর তিনি। পাশাপাশি জার্মানদের কাছে টানা চার ম্যাচে হারের মধুর প্রতিশোধ নেওয়ার আশায় প্রহর গুণছেন পর্তুগিজ অধিনায়ক।

19th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ