বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

আজ আফগানিস্তানকে
হারাতে মরিয়া ভারত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার দোহায় বিশ্বকাপের বাছাই পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। ম্যাচটি ড্র হলেই এএফসি এশিয়ান কাপে খেলার ছাড়পত্র পাবেন সুনীল ছেত্রীরা। উল্লেখ্য,, গত শুক্রবার ওমানের কাছে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে হেরেছে আফগানিস্তান। ফলে এশিয়া চ্যাম্পিয়ন কাতারের সঙ্গে ওমান বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয় পর্বে পৌঁছে গিয়েছে। পাশাপাশি এশিয়ান কাপেও কোয়ালিফাই করেছে তারা। আর ৭ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে ভারত। আফগানিস্তান (৭ ম্যাচে ৫ পয়েন্ট) আছে চতুর্থ স্থানে। অর্থাৎ, ভারতকে পিছনে ফেলার জন্য জয় ছাড়া অন্য কোনও পথ খোলা নেই আফগানিস্তানের সামনে। 
গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন সুনীল ছেত্রী। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে তিনি জানান, ‘আন্তর্জাতিক মঞ্চে যে কোনও ম্যাচই কঠিন। কোনও প্রতিপক্ষকেই হাল্কাভাবে নেওয়া উচিত নয়। আফগানিস্তানের চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য সেরা পারফরম্যান্সই মেলে ধরতে হবে। ড্র নয়, তিন পয়েন্টের কথা মাথায় রেখেই মাঠে নামব। যে কোনও মূল্যে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে হবে। লড়াকু মনোভাব এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন আমার মূলধন। যা পেয়েছি মা-বাবার থেকে। তাই ১৬ বছর জাতীয় দলে খেলছি। প্রথম দিকে বাইচুং ভাই গাইড করেছে।  দলে এখন প্রচুর জুনিয়র। গুরপ্রীত ও সন্দেশের সঙ্গে অনেকদিন খেলছি। দোহাতে ওদের সঙ্গেই কথা হচ্ছে বেশি। তবে বাকিদের সঙ্গে সময় কাটাতেও আমার অসুবিধা হয় না।’ ভারতীয় দলের কোচ স্টিমাচ জানিয়েছেন,‘ শেষ ম্যাচে ড্র করার মানসিকতা নিয়ে আমরা নামব না।  আফগানিস্তানকে হারানোর ক্ষমতা আমাদের রয়েছে।’ আফগান অধিনায়ক হারুন আমিরি ভারতীয় ফুটবলারদের কাছে খুবই পরিচিত। তাঁর বক্তব্য, ‘ভারত শক্তিশালী দল। তবে ম্যাচে লড়াই হবে।’
 খেলা শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচার।

15th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ