বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ভারতেই টি-২০ বিশ্বকাপের
ইঙ্গিত দিলেন সৌরভ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্রমশ কমছে করোনার প্রকোপ। একাধিক রাজ্যে শুরু হয়েছে আনলক প্রক্রিয়া। তার ফলে অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনাও বাড়ছে। ঝটিকা সফরে সোমবার মুম্বই গিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। আইপিএলের প্রস্তুতি এবং আসন্ন টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে বোর্ডের বাকি কর্তাদের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠকও রয়েছে। কারণ, দেশের মাটিতে ভারতীয় ক্রিকেট বোর্ড টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে পারবে কিনা, তা ২৮ জুনের মধ্যে জানিয়ে দিতে হবে আইসিসি’কে। মুম্বই থেকে সৌরভ যা ইঙ্গিত দিলেন, তাতে ভারতেই টি-২০ বিশ্বকাপ হতে চলেছে। ফোনে মহারাজ বলেন, ‘করোনার প্রকোপ নতুন করে না বাড়লে দেশের মাটিতেই আমরা বিশ্বকাপ আয়োজন করব। দ্রুত আইসিসি’কে তা জানিয়ে দেওয়া হবে।’
বিশ্বকাপ কি তাহলে দর্শকশূন্য গ্যালারিতে হবে? বোর্ড সভাপতির মন্তব্য, ‘এটা এখনই বলা সম্ভব নয়। হাতে এখনও কয়েক মাস রয়েছে। পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’ উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ দেশে আছড়ে পড়ার পর আইপিএল মাঝপথেই স্থগিত করে দিয়েছিল বিসিসিআই। বাকি ম্যাচগুলি হবে আরব আমিরশাহিতে। একটা সময় মনে হচ্ছিল, ভারতে টি-২০ বিশ্বকাপের সম্ভাবনা ক্ষীণ। তখন বিকল্প ভেন্যু হিসেবে আরব আমিরশাহির কথা ভাবা হচ্ছিল। 

15th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ