বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

খেতাব জিতে জবাব দিতে চান সুয়ারেজ

মাদ্রিদ: বার্সেলোনা কোচের দায়িত্ব নিয়েই তাঁকে ছেঁটে ফেলেছিলেন রোনাল্ড কোম্যান। চোখের জলে ক্যাম্প ন্যু’কে বিদায় জানিয়েছিলেন লুইস সুয়ারেজ। যোগ দিয়েছিলেন আতলেতিকো মাদ্রিদে। চলতি লিগে ২০টি গোল করা হয়ে গিয়েছে উরুগুয়ের এই স্ট্রাইকারের। গত রবিবার ওসাসুনার বিরুদ্ধে শেষ লগ্নে তাঁর লক্ষ্যভেদেই খেতাব জয়ের আশা জিইয়ে রেখেছে ডিয়েগো সিমোনের দল। ৩৭ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আতলেতিকো। সমসংখ্যক ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। এই অবস্থায় দুর্বল ভায়াডলিডের বিরুদ্ধে শেষ ম্যাচে জিতলেই ২০১৩-১৪ মরশুমের পর লা লিগা খেতাব ঘরে তুলবে সিমোনে-ব্রিগেড। এই প্রসঙ্গে সুয়ারেজ বলেন, ‘গত মরশুমে বার্সেলোনার আমাকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছিল। শুনতে হয়েছিল, আমার নাকি আর কিছু দেওয়ার নেই। তবে হতাশা ভুলে আতলেতিকোতে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছি। মরশুমের শুরু থেকেই আমাদের কেউ গুরুত্ব দেয়নি। তবে দল ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে এই জায়গায় পৌঁছেছে। মাঝে খানিকটা ছন্দহীন হয়ে না পড়লে অনেক আগেই লিগ জয় নিশ্চিত হয়ে যেত। তবে এখন আর পিছনে তাকিয়ে লাভ নেই। শেষ ম্যাচ জিতে লা লিগা খেতাব জয় করাই আমাদের একমাত্র লক্ষ্য।’
খেতাবি লড়াইয়ে একটা সময় অনেকটাই এগিয়ে ছিল আতলেতিকো। কিন্তু লিগের শেষ পর্বে পরপর পয়েন্ট নষ্ট করে সেই অ্যাডভান্টেজ হাতছাড়া করে সিমোনে-ব্রিগেড। পাশাপাশি সুয়ারেজের চোট পাওয়াটাও ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সুস্থ হয়ে দলে ফেরার পর সেভাবে ছন্দে দেখা যায়নি তাঁকে। তবে ওসাসুনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সময়ে গোল করে খেতাব জয়ের আশা বাঁচিয়ে রেখেছেন উরুগুয়ের স্ট্রাইকারটি। এই প্রসঙ্গে সুয়ারেজ জানাচ্ছেন, ‘লিগের লড়াই যে এতোটা কঠিন হয়ে দাঁড়াবে ভাবিনি। অনেকেই বলছেন, সহজ পথকে কঠিন করাটা নাকি আমরা অভ্যাসে পরিণত করেছি। তবে এটাই তো ফুটবল। অনেক সময় সহজ ম্যাচও কঠিন হয়ে দাঁড়ায়। আপাতত আমাদের শান্ত থাকতে হবে। শেষ ম্যাচেও সেরা পারফরম্যান্স মেলে ধরতে হবে।’ উল্লেখ্য, আগামী শনিবার লিগ টেবিলে অবনমনের আওতায় থাকা ভায়াডলিডের মুখোমুখি হবে আতলেতিকো।

19th     May,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ