বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

এবারের খেতাবের তাৎপর্য আলাদা: পেপ

ম্যাঞ্চেস্টার: ম্যাঞ্চেস্টার সিটি কোচ হিসেবে চার বছরে তৃতীয় প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পেলেন পেপ গুয়ার্দিওলা। মঙ্গলবার লেস্টার সিটির কাছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড পরাস্ত হতেই তিন ম্যাচ আগেই খেতাব নিশ্চিত হয় সিটিজেনদের। দলের এই সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত কোচ পেপ গুয়ার্দিওলা। একই সঙ্গে তিনি স্বীকার করে নেন, এই জয়টাই কঠিনতম। এই সাফল্যের পুরো কৃতিত্বই তিনি ফুটবলারদের নিয়েছেন। পেপ বলেন, ‘এবারের প্রিমিয়ার লিগের লড়াই পুরোপুরি আলাদা। কোচ হিসেবে আমি গর্বিত। তবে আমাদের লড়াই শেষ হয়নি। এখনও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জিতে মরশুম শেষ করতে চাই।’
মরশুমের শুরুতে পয়েন্ট টেবিলের অবস্থানের নিরিখে কেউ ভাবতে পারেনি এবার লিগ জয় করবে ম্যান সিটি। একটা সময় নবম স্থানে ছিলেন আগুয়েরো-ফিল ফোডেনরা। সেখান থেকে টানা ম্যাচ জিতে খেতাব নিশ্চিত করেন তাঁরা। গত ৮ মে সিটির কাছে সুযোগ ছিল লিগ পকেটে পোড়ার। তবে ঘরের মাঠে চেলসির কাছে ১-২ গোলে বশ মানে সিটি। ফলে কিছুটা দীর্ঘায়িত হয় তাদের খেতাব জয়ের পথটা। আগামী সপ্তাহেই প্রিমিয়ার লিগে ১০ হাজার দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে লিগ কমিটি। ফলে ২৩ মে ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে এভার্টনের বিরুদ্ধে লিগের অন্তিম ম্যাচে ট্রফি জয়ের সেলিব্রেশন সারবে পেপ-ব্রিগেড। আাপতত তাদের লক্ষ্য, বাকি তিন ম্যাচে জিতে মাঠ ছাড়া।
এদিকে, সিটির লিগ জয় নিশ্চিত হতেই পেপ গুয়ার্দিওলাকে প্রশংসায় ভরিয়ে দিলেন লিভারপুল কোচ জুরগেন ক্লপ। তাঁর মতে, স্প্যানিশ কোচই বর্তমানে বিশ্বের সেরা ম্যানেজার। তিনি বলেন, ‘যে কোনও দলের সাফল্যের পিছনে উন্নত পরিকাঠামো আর যোগ্য কোচ থাকা খুবই জরুরি। আর ম্যাঞ্চেস্টার সিটির এই দুটোই রয়েছে।’

13th     May,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ