বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

মেসিদের খেতাব জয়ের আশা
কার্যত শেষ, চাপে কোম্যান
লেভান্তে- ৩   :    বার্সেলোনা- ৩
(মেলেরো, নাগোলেস, লিওন)
(মেসি, পেড্রি, দেম্বেলে)

ভ্যালেন্সিয়া: লিগ জয়ের আশার শেষ আলো নিভিয়ে দিল বার্সেলোনা। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে লেভান্তের বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করার পর স্বাভাবিকভাবেই হতাশ মেসি-ডেম্বেলরা। অঙ্কের বিচারে খেতাবি লড়াইয়ে টিকে থাকলেও কোচ রোনাল্ড কোম্যান জানেন, এবার আর লিগ জেতা হচ্ছে না। ৩৬ ম্যাচে ৭৬ পয়েন্ট পেয়ে আপাতত দ্বিতীয় স্থানে কাতালন ক্লাবটি। এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭৫। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদ ৩৫ ম্যাচে পেয়েছে ৭৭ পয়েন্ট। সবমিলিয়ে প্রবল চাপে বার্সার ডাচ কোচ। 
মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে শুরুটা দারুণ করেছিলেন মেসিরা। প্রথমার্ধেই দু’গোলে এগিয়ে যায় বার্সা। ২৫ মিনিটে বাঁপ্রান্ত থেকে জর্ডি আলবার ক্রস প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে প্রতিহত হলে, ফিরতি বল ভলিতে জালে জড়ান মেসি (১-০)। এরপর ৩৪ মিনিটে ডেম্বেলের পাস থেকে ব্যবধান বাড়ান পেড্রি (২-০)। তবে বিরতির পর হঠাৎই ঘটে ছন্দপতন। এক মিনিটের ব্যবধানে জোড়া গোল হজম করে বার্সা। ৫৭ মিনিটে লেভান্তের হয়ে ব্যবধান কমান গঞ্জালো মেলেরো (২-১)। আর ৫৯ মিনিটে দলকে সমতায় ফেরান হোসে লুইস নাগোলেস (২-২)। এই গোলের ক্ষেত্রে অবশ্য মেসির ভুল চোখ এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তাঁর দুর্বল ব্যাক পাস থেকেই আক্রমণে ওঠে লেভান্তে। ৬৪ মিনিটে ফের লিড নেয় বার্সা। এবার স্কোরশিটে নাম তোলেন  ডেম্বেলে (৩-২)। তবে ম্যাচের শেষ লগ্নে সের্গিও লিওনের গোল বার্সার অতি মূল্যবান দু’পয়েন্ট কেড়ে নেয় (৩-৩)।

13th     May,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ