বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল
হতে পারে ওয়েম্বলিতে

 

ইস্তানবুল: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের স্থান নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। করোনার কারণে গতবারের মতো এবারও তুরস্কের ইস্তানবুলের আতাতুর্ক স্টেডিয়াম থেকে সরে যেতে পারে এই মহাম্যাচ। পরিবর্ত স্থান হিসেবে উঠে আসছে লন্ডনের ঐতিহ্যমণ্ডিত ওয়েম্বলি স্টেডিয়ামের নাম। সেক্ষেত্রে দেশের মাঠেই ফাইনাল খেলার সুযোগ পাবে প্রিমিয়ার লিগের দুই ক্লাব চেলসি ও ম্যাঞ্চেস্টার সিটি। উল্লেখ্য, বিপজ্জনক ভাইরাসের প্রকোপে গত মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ইস্তানবুল থেকে লিসবনে সরিয়ে নিয়ে গিয়েছিল উয়েফা। 
সম্প্রতি তুরস্কে করোনার প্রাদুর্ভাব বেড়েছে। আক্রান্তের সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় ৪৫ হাজার মানুষ। সংক্রমণ ঠেকাতে লকডাউনের ঘোষণা করা হয়েছে। তাই এই পরিস্থিতিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজন করতে দ্বিধাগ্রস্ত ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। জানা গিয়েছে, আগামী ১৭ মে পর্যন্ত ইংল্যান্ড থেকে কোনও বিমান তুরস্কের উদ্দেশে উড়বে না। এছাড়া ফাইনালের অংশগ্রহণকারী দুই দলের সমর্থকদেরও ইস্তানবুলে যাওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে।

12th     May,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ