বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ক্যাপ্টেন কোহলির
কাছে কৃতজ্ঞ সিরাজ

 নয়াদিল্লি: অস্ট্রেলিয়া সফরে টেস্ট অভিষেকে নজর কেড়েছিলেন। এবার ভারতের ইংল্যান্ড সফরের দিকে তাকিয়ে রয়েছেন মহম্মদ সিরাজ। জুনে সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। তারপর রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ। এই পর্বে নিজেকে উজাড় করে দেওয়াই এখন সিরাজের লক্ষ্য। তিনি বলেছেন, ‘অভিষেকের সময় থেকে বরাবর দলের জন্য ১০০ শতাংশ নিংড়ে দিচ্ছি। দিনের শেষে দলের জয়ই আমার একমাত্র চাহিদা। সেটাই এনে দেয় বিশেষ অনুভূতি। অস্ট্রেলিয়া সফর আমায় অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে। ইংল্যান্ডেও সেই ধারাবাহিকতা মেলে ধরার চেষ্টা করব।’
অস্ট্রেলিয়ায় অভিষেকে তিনটি টেস্টে ১৩ উইকেট নিয়েছেন সিরাজ। তার মধ্যে শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে পেয়েছেন পাঁচ উইকেটও। সফরের শুরুতে বাবাকে হারিয়েছিলেন তিনি। কিন্তু, দেশে না ফিরে থেকে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। তাঁর এই মনোভাব ক্রিকেটমহলে প্রশংসিত হয়েছিল। স্যার ডন ব্র্যাডম্যানের দেশে পাওয়া সাফল্যের জন্য সিরাজ কৃতজ্ঞ ভারত অধিনায়ক বিরাট কোহলির কাছে। শুধু জাতীয় দলেই নয়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতা হিসেবে আইপিএলেও বিরাটকে সবসময় পাশে পেয়েছেন তিনি।  সিরাজের মন্তব্য, ‘বিরাট ভাই সবসময় অনুপ্রাণিত করে। জোগায় আত্মবিশ্বাসও। বিশ্বের অন্যতম সেরা অধিনায়কের মুখ থেকে বেরনো এই কথাগুলি আমায় উৎসাহিত করেছে।’
এখনও পর্যন্ত পাঁচটি টেস্ট, একটি ওয়ানডে ও তিনটি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সিরাজ। এর জন্য বিরাটের কাছে কৃতজ্ঞ তিনি। সিরাজের মতে, ‘‘আমার কেরিয়ারটাই এগিয়েছে বিরাট ভাইয়ের জন্য। এখনও মনে রয়েছে বাবার মৃত্যুর খবর পেয়ে হোটেলের ঘরে বসে কাঁদছিলাম। বিরাট ভাই ঘরে এসে জড়িয়ে ধরেছিল। বলেছিল, ‘আমি সঙ্গে আছি, চিন্তা করিস না।’ ওর কথাগুলি এখনও আমার কানে বাজে। এমনকী, গত দু’টি মরশুমে আরসিবি’র হয়েও খুব ভাল খেলিনি। কিন্তু বিরাট ভাই আস্থা রেখেছে। ভরসা দিয়েছে।’
আর রবি শাস্ত্রী? সিরাজ বলেছেন, ‘রবি স্যার সবসময় আমায় চ্যাম্পিয়ন বোলার বলে ডাকেন। পিঠ চাপড়ে দিতে কার্পণ্য করেন না। সেই কঠিন দিনগুলিতে নেটে আমায় দিয়ে বল করিয়ে নিতেন। এই বয়সেও রবি শাস্ত্রীর প্রাণশক্তি অতুলনীয়।’

12th     May,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ