বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

মে মাসেই চুক্তিপত্রে সই করবে উভয় পক্ষ
আশাবাদী এসসি ইস্ট বেঙ্গলের সিইও

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘বেটার হোপ ফর দ্য বেস্ট’। আগামী মরশুমের দলগঠন নিয়ে এটাই প্রাথমিক প্রতিক্রিয়া এসসি ইস্ট বেঙ্গলের সিইও শিবাজি সমাদ্দারের। লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্ট ও ইস্ট বেঙ্গল ক্লাবের মধ্যে টার্মশিট সই হলেও এখনও চূড়ান্ত এগ্রিমেন্টে সই হয়নি। ফলে দলগঠনের প্রক্রিয়া এখনও শুরু করতে পারেনি লাল-হলুদ ম্যানেজমেন্ট। এই প্রসঙ্গে শিবাজিবাবু বলেন, ‘চূড়ান্ত এগ্রিমেন্টে স্বাক্ষর না হওয়ায় দল গঠনসহ একাধিক কাজে কিছুটা অসুবিধা তো হচ্ছেই। অন্যান্য টিমগুলি পরিকল্পনামাফিক দল গড়ছে। আর আমরা পিছিয়ে পড়ছি।’ 
কবে চুক্তিতে সই হবে? লাল-হলুদের সিইও’র উত্তর, ‘আশা করছি, মে মাসের মধ্যেই চুক্তিতে সই করবে উভয় পক্ষ। এই ব্যাপারে কোনও সন্দেহ নেই।’ তৃণমূল কংগ্রেস বাংলার ফের  ক্ষমতায় আসার পর ইনভেস্টর ও ক্লাবের মধ্যে তৈরি হওয়া জট কি ছাড়বে? কারণ, গতবার ইস্ট বেঙ্গলের সঙ্গে শ্রী সিমেন্টের চুক্তি হওয়ার নেপথ্যে মুখ্যমন্ত্রীর যথেষ্ট অবদান রয়েছে। এই প্রশ্ন সুকৌশলে এড়িয়ে যান শিবাজি সমাদ্দার। তবে গত মরশুমের দল ধরে রাখার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। তাঁর মন্তব্য, ‘আশা করছি, ভালো কিছুই হবে। বিদেশি ফুটবলার ও কোচ রবি ফাউলারের সঙ্গে আমাদের দু’বছরের চুক্তি। সংবাদমাধ্যমে দেখলাম, স্টেইনম্যান নাকি দল ছাড়তে চেয়েছে। কিন্তু এরকম কোনও খবর আমাদের কাছে নেই। আসন্ন মরশুমে ব্রাইটও থাকবে। তবে দল ছেড়েছে সার্থক গোলুই।’
এই প্রসঙ্গে ইস্ট বেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেছেন,‘ আমরা এই ব্যাপারে শ্রী সিমেন্টের দেওয়া চিঠির উত্তর দিয়েছি। বল এখন ওদের কোর্টে। আমরা গত ১ সেপ্টেম্বর টার্মশিটে সই করেছি। ওটা তো একটি এগ্রিমেন্ট। ফের কেন চূড়ান্ত চুক্তির কথা বলা হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি না। ফুটবল রাইটস ওদের কাছে। সেটা আইএফএ’কে জানিয়ে দেওয়া হয়েছে। সাত মাস আগেই টার্মশিট সই করে দেওয়া হয়েছে। এবার দলগঠনের দায়িত্ব ওদের। ভালো দল গড়তে না পারলে তার দায় ক্লাবের নয়।’

5th     May,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ