বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

বোলিংয়ে পরিকল্পনার
অভাব ছিল: ওয়ার্নার

চেন্নাই: কলকাতা নাইট রাইডার্সের কাছে মাত্র ১০ রানে হারের জন্য বোলারদের পরিকল্পনার অভাবকে দায়ী করলেন ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক জানিয়েছেন, আর একটু তৎপরতা দেখাতে পারলে ম্যাচের ফল উল্টো হতেও পারত। চতুর্দশ আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে হার প্রসঙ্গে ওয়ার্নার বলেন, ‘আমাদের বোলিংয়ে কিছুটা দুর্বলতা রয়েছে। আইপিএলের মতো সংক্ষিপ্ততম ফরম্যাটের ক্রিকেটে প্রতি ওভারের প্রথম বলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ওই সময় ব্যাটসম্যানদের নতুন ভাবে শুরু করতে হয়। ফলে সেভাবে থিতু হতে পারে না। আমাদের বোলাররা বেশিরভাগ ওভারের প্রথম বলটাই সঠিকভাবে কাজে লাগাতে ব্যর্থ। পরিকল্পনার প্রতিফলন ঘটাতে না পেরে ভুল বোলিং করেছে। পাশাপাশি ইনিংসের শেষ দিকেও প্রচুর রান দিয়েছে। আর সেটাই পার্থক্য গড়ে দিয়েছে দুই দলের মধ্যে।’তবে কেকেআরের বিরুদ্ধে রান তাড়া করার সময় জনি বেয়ারস্টো ও মণীশ পাণ্ডের লড়াইয়ের প্রশংসা করেছেন ওয়ার্নার। তিনি বলেন, ‘ইনিংসের শুরুতে আমাদের দ্রুত উইকেট হারানো ঠিক হয়নি। তবে বেয়ারস্টো ও মণীশের দুরন্ত ইনিংস ম্যাচে ফিরিয়ে এনেছিল দলকে। আমাদের জেতার যথেষ্ট সুযোগ ছিল। কিন্তু অল্পের জন্য শেষরক্ষা হয়নি। চেষ্টা করব পরের ম্যাচেই জয়ে ফিরতে।’

13th     April,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ