বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

হার্শল প্যাটেলে
মুগ্ধ কোহলি

চেন্নাই: পনেরো কোটির কাইল জেমিসন, প্রতিভাবান মহম্মদ সিরাজ কিংবা পোড় খাওয়া যুজবেন্দ্র চাহাল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিংয়ের কথা উঠলে সবার আগে এই তিনজনের নাম মাথায় আসে। কিন্তু কে জানত, সকলের অন্তরালে নিজেকে নতুন ম্যাচ উইনার হিসেবে গড়ে তুলেছেন আরও একজন! চতুর্দশ আইপিএলের প্রথম ম্যাচেই চমকে দিলেন অনামী পেসার হার্শল প্যাটেল। আরসিবি’র তারকা ঠাসা ব্রিগেডে থেকেও শুষে নিলেন সব প্রচারের সব আলো। তাঁর ২৭ রানে ৫ উইকেটে ভর করেই পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারালেন বিরাটরা। আইপিএল ইতিহাসের সফলতম দলটির বিরুদ্ধে আর কোনও বোলারই এমন কৃতিত্ব দেখাতে পারেননি। ম্যাচের পর হার্শলকে প্রশংসায় ভরিয়ে দিলেন আরসিবি অধিনায়ক। কোহলি বলেন, ‘হার্শলের ওভারগুলোই ম্যাচে আসল পার্থক্য গড়ে দিয়েছে।’
ঘরোয়া ক্রিকেটে হার্শলের পরিসংখ্যান যথেষ্ট চমকপ্রদ। ৬৪টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ২২৬টি উইকেট। এছাড়া ৫৭টি লিস্ট-এ ম্যাচে পেয়েছেন ৮০টি উইকেট। আর ৯৬ টি-২০ ম্যাচে তাঁর শিকার সংখ্যা ৯৮। তবুও আইপিএলে কখনও ভাগ্য তাঁর প্রতি খুব একটা সদয় হয়নি। ২০১২ থেকে ক্রোড়পতি লিগে পা রাখলেও, কার্যত ব্রাত্য ও অবহেলিতই থেকেছেন। শেষ পাঁচ বছরে মাত্র ১৮টি ম্যাচে সুযোগ পাওয়াই তার প্রমাণ। উল্লেখ্য, ২০১৭ সাল পর্যন্ত আরসিবিতে ছিলেন গুজরাতের এই পেসার। এরপর ২০১৮ সালে ঠিকানা বদল করে দিল্লি ক্যাপিটালসে যান। তবুও কপাল খোলেনি হার্শলের। এবছর নিলামে ফের পুরানো দল আরসিবি’তে ফেরেন তিনি। প্রথম ম্যাচেই টিম ম্যানেজমেন্ট তাঁর উপর আস্থা রাখে। প্রতিদান দিতে ভোলেননি হার্শলও। বুদ্ধিদীপ্ত স্লোয়ার আর নিখুঁত ইয়র্কারে হার্দিক পান্ডিয়াদের নাকানিচোবানি খাওয়ালেন ৩০ বছরের পেসারটি। নিজের পারফরম্যান্সে তৃপ্ত হার্শল বলেন, ‘প্রস্তুতি শিবির চলার সময় টিম ম্যানেজমেন্ট বলে দিয়েছিল, ডেথ ওভারে অন্তত দুই ওভার বল করতে হবে আমাকে। গত ২০-২৫ দিন নিজেকে সেভাবেই তৈরি করেছি। জোর দিয়েছি ইয়র্কার নিখুঁত করার ব্যাপারে। কারণ, ডেথ ওভারে ইয়র্কার খুব কার্যকরি। আর স্লোয়ার ডেলিভারিতে আমি বরাবরই দক্ষ। সবচেয়ে বড় কথা, টিম ম্যানেজমেন্টের প্রদর্শিত আস্থা আমার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। আর সেটাই আমার ভালো বোলিংয়ের মূল মন্ত্র। তাছাড়া বল রিভার্স সুইং হওয়ার ফলেও কিছুটা সুবিধা পেয়েছি।’

11th     April,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
কিংবদন্তী গৌতম
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ
 
হরিপদ
 
12th     May,   2021