নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলে প্রথমবার ফাইনালে উঠল মুম্বই সিটি এফসি। শনিবার গোয়াতে দ্বিতীয় পর্বের সেমি-ফাইনালে সের্গিও লোবেরার দল সাডেন ডেথে ৬-৫ ব্যবধানে হারাল এফসি গোয়াকে। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ০-০। প্রথম পর্বের সেমি-ফাইনালে দু’দলের খেলা ২-২ গোলে শেষ হয়েছিল।
এদিন টাই-ব্রেকার শুরুর আগে গোলরক্ষক ধীরাজ সিংকে পরিবর্তন করে নবীন কুমারকে নামান এফসি গোয়া কোচ হুয়ান ফেরান্ডো। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। মুম্বই কোচও টাই-ব্রেকারের আগে নির্ধারিত সময়ে ভালো খেলা গোলরক্ষক অমরিন্দরের বদলে নামান লাচেনপাকে। টাই-ব্রেকার ৫-৫ ব্যবধানে শেষ হওয়ার পর সাডেন ডেথে মুম্বইয়ের রোলিন বর্জেস গোল করে দলের জয় নিশ্চিত করেন।
নির্ধারিত সময়ে ম্যাচ জেতার সুযোগ ছিল। তা কাজে লাগাতে পারেনি এফসি গোয়া। বরং বলা ভালো, ৯০ মিনিটের মধ্যে এফসি গোয়ার জয়ের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায় মুম্বই সিটি এফসি’র গোলরক্ষক অমরিন্দর সিং। বার পাঁচেক দলের নিশ্চিত পতন রোধ করেন এই পাঞ্জাব-তনয়। অতিরিক্ত সময়ে ডোহলিংয়ের ফ্রি-কিক ফিস্ট করেন অমরিন্দর। গোল্ডেন গ্লাভস পাওয়ার অন্যতম দাবিদার তিনি। এদিন এফসি গোয়া পূর্ণশক্তির দল খেলাতে পারেনি। দলের গোলমেশিন ইগর অ্যাঙ্গুলোকে অতিরিক্ত সময়ে নামান কোচ হুয়ান ফেরান্ডো। বিরতির পর ইশান পান্ডিতাকে নামান এফসি গোয়ার কোচ। ভারতীয় বংশোদ্ভুত প্লেয়ার মাঠে নামার পর গোয়ার আক্রমণ আরও গতিশীল হয়। ৬২ মিনিটে ইশানের ফ্লাইং হেড ঝাঁপিয়ে পড়ে সেভ করেন অমরিন্দর।