বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

লিওয়ানডস্কির দুরন্ত হ্যাটট্রিক, পিছিয়ে থেকেও জয় বায়ার্নের

মিউনিখ: দু’গোলে পিছিয়ে থেকেই বুন্দেশলিগায় দুরন্ত জয় ছিনিয়ে নিল বায়ার্ন মিউনিখ। শনিবার ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ এরিয়ান বরুসিয়া ডর্টমুন্ডকে ৪-২ গোলে হরাল হান্স ফ্লিকের দল। জয়ের নায়ক রবার্ট লিওয়ানডস্কি। পোলিশ তারকার হ্যাটট্রিকের সৌজন্যে লিগে ১৭তম জয়ের স্বাদ পেল জার্মান চ্যাম্পিয়নরা। লিওয়ানডস্কির পাশাপাশি বায়ার্নের হয়ে স্কোরশিটে নাম তুলেছেন লিয়ন গোরেৎস্কা। বরুসিয়ার হয়ে জোড়া গোল আরলিং হাল্যান্ডের। এই জয়ের সুবাদে লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখল বায়ার্ন। ২৪ ম্যাচে তাদের সংগ্রহ ৫৫ পয়েন্ট। পক্ষান্তরে, ম্যাচ হেরে ষষ্ঠ স্থানে নেমে গেল বরুসিয়া (২৪ ম্যাচে ৩৯ পয়েন্ট)।
শনিবার ম্যাচের শুরুটা দারুণ করেছিল ডর্টমুন্ড। মাত্র ৯ মিনিটের মধ্যে জোড়া গোলে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন হাল্যান্ড। ক্লাব ফুটবলে যত দিন গড়াচ্ছে, ততই নিজেকে মেলে ধরছেন নরওয়ের এই ফুটবলারটি। তাঁকে দলে নিতে মুখিয়ে রয়েছে বার্সেলোনা, ম্যাঞ্চেস্টার সিটির মতো দলগুলি। এদিনও নিজের প্রতিভার প্রতিফলন ঘটান তিনি। তবে কাজে আসেনি তাঁর ব্যক্তিগত নৈপুণ্য। অ্যাওয়ে ম্যাচে দু’গোলে এগিয়ে গিয়েও প্রথমার্ধেই লিড হাতছাড়া করে ডর্টমুন্ড। ২৬ মিনিটে প্রথম জাল কাঁপান লিওয়ানডস্কি। এরপর ৪৪ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদে বায়ার্নকে সমতায় ফেরান পোলিশ তারকাটি। ৮৭ মিনিট পর্যন্ত স্কোর ছিল ২-২। তবে মুলারদের শেষলগ্নের ঝড়ে হার মানে ডর্টমুন্ড। ৮৮ মিনিটে গোরেৎস্কার গোলে লিড নেয় বায়ার্ন (৩-২)। দু’মিনিট বাদেই ডর্টমুন্ডের কফিনে শেষ পেরেকটি পুঁতে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন লিওয়ানডস্কি (৪-২)।

8th     March,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ