বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

রেফারির বিরুদ্ধে অভিযোগ
এটিকে মোহন বাগানের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি আইএসএলে রেফারির মান নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বেশ কয়েকবার এই নিয়ে মুখ খুলেছিলেন এসসি ইস্ট বেঙ্গল কোচ রবি ফাউলার। এবার সেই তালিকায় যোগ হল এটিকে মোহন বাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাসের নাম। মঙ্গলবার নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ১-২ ব্যবধানে হার মানে সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচে প্রথম গোলের মুভের সময় সহকারী রেফারি ফাউলের সঙ্কেত দিলেও তা আমল দেননি রেফারি ক্রিস্টাল জন। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন হাবাস। সূত্রের খবর, বুধবারই এটিকে মোহন বাগানের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য, মুম্বইয়ের পয়েন্ট নষ্টের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ এটিকে মোহন বাগান। তবে ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানেই রইল হাবাস-ব্রিগেড। ১৩ ম্যাচে তাদের ঝুলিতে ২৪ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চম স্থানে উঠে এল নর্থ ইস্ট। উত্তর-পূর্বের দলটির হয়ে স্কোরশিটে নাম তুলেছেন লুইস মাচেডো ও ফেডরিকো গালেগো। সবুজ-মেরুন শিবিরের একমাত্র গোলটি রয় কৃষ্ণার।
অতীতে বহুবার বড় দলের পয়েন্ট কেড়েছেন খালিদ জামিল। জেরার্ড নাস দায়িত্ব ছাড়ার পর নর্থ ইস্টের কোচের পদে প্রথম ম্যাচেই দলকে জয়ের সরণীতে ফিরিয়ে এনেছিলেন এই মুম্বইকর। মঙ্গলবারও ঘর সামলে আক্রমণের ঝড় তোলে নর্থ ইস্ট। পক্ষান্তরে, প্রথমার্ধে হাবাস-ব্রিগেডের পারফরম্যান্স ছিল নিতান্তই সাদামাটা। আক্রমণে ঝাঁঝ বাড়াতে দ্বিতীয়ার্ধে মনবীরকে মাঠে নামান হাবাস। এই পরিবর্তনের পর উইং প্লে ক্ষুরধার হয় বাগানের। তবে ৬০ মিনিটে পরিকল্পিত প্রতি-আক্রমণ থেকে ম্যাচে লিড নেয় নর্থ-ইস্ট। তিরির থেকে বল কেড়ে ঠান্ডা মাথায় জাল কাঁপান মাচাডো (১-০)। গোলের মুভটি শুরুর সময় মাচাডোর ‘সোলডার পুশে’ পড়ে যান সবুজ-মেরুন ডিফেন্ডারটি। সহকারী রেফারি ফাউলের সঙ্কেত জানালেও তা নাকচ করেন রেফারি। সন্দেশ-অরিন্দমরা গোলের সিদ্ধান্তের প্রতিবাদ জানালেও লাভ হয়নি। এরপর সমতা ফেরানোর জন্য আক্রমণে তীব্রতা বাড়ায় এটিকে মোহন বাগান। এই পর্বে গালেগোর শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। না হলে ব্যবধান বাড়তেই পারত। তবে ৭২ মিনিটে কার্ল ম্যাকহাগের ডিফেন্স চেরা পাস থেকে দলকে সমতায় ফেরান রয় কৃষ্ণা (১-১)। এরপর জয়ের লক্ষ্যে ঝাঁপায় হাবাসের দল। তবে ৮২ মিনিটে গালেগোর গোল তাদের সেই আশায় জল ঢেলে দেয়। বক্সের বাইরে থেকে বাঁক খাওয়ানো শটে দুরন্ত লক্ষ্যভেদ করে নর্থ ইস্টের তিন পয়েন্ট নিশ্চিত করেন উরুগুয়ান মিডফিল্ডারটি (২-১)।

28th     January,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ