বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

পরপর অপরাধ, দীঘার হোটেলগুলিতে পর্যটকদের পরিচয়পত্র সংরক্ষণে জোর

সংবাদদাতা, কাঁথি: সম্প্রতি দীঘার হোটেলে শ্যামনগরের বধূ খুন সহ নানা ঘটনার পরিপ্রেক্ষিতে হোটেল, লজগুলিতে পর্যটকদের যাবতীয় তথ্য রেজিস্টারে উল্লেখ করার বিষয়ে জোর দিচ্ছে হোটেল মালিকদের সংগঠন। একইসঙ্গে সিসি ক্যামেরার নজরদারি বৃদ্ধির উপরও জোর দেওয়া হচ্ছে। হোটেল, লজের কর্মীরাও যাতে তাঁদের দায়িত্ব পালনে আরও তৎপর হন, সে ব্যাপারেও জোর দেওয়া হচ্ছে। পুলিস-প্রশাসনও এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবে বলে জানা গিয়েছে। 
উল্লেখ্য, ওল্ড ও নিউ দীঘায় ছ’শোর বেশি হোটেল, লজ রয়েছে। অনেক আগে থেকেই পুলিস-প্রশাসন এবং হোটেল মালিক সংগঠনের পক্ষ থেকে হোটেল, লজগুলি ১৮ বা তার বেশি বয়সি বোর্ডারদের ভোটার কার্ড কিংবা আধার কার্ডের প্রতিলিপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বাধ্যতামূলক করা হয়েছে সিসি ক্যামেরাও। অনেক হোটেল, লজে বোর্ডারদের কাছ থেকে ভোটার আইডেন্টিটি কার্ড কিংবা আধার কার্ডের প্রতিলিপি  নেওয়ার বিষয়টি মেনে চলা হয়। রয়েছে সিসি ক্যামেরাও। কিন্তু অনেক হোটেল, লজ রয়েছে, সেখানে এসবের বালাই নেই। দুষ্কৃতীরা অপরাধমূলক কাজ করার জন্য এই ধরনের হোটেল, লজগুলিকেই বেছে নিচ্ছে। আবার বাইরে অপরাধ করে দীঘার ওই সমস্ত হোটেল, লজে এসে আত্মগোপন করছে দুষ্কৃতীরা। সম্প্রতি শ্যামনগরের এক গৃহবধূকে দীঘায় ডেকে এনে খুন করে বরানগরের বাসিন্দা এক যুবক ও তার বান্ধবী। নিউ দীঘার একটি হোটেলে ঘটনাটি ঘটে। তারপর ট্রলিব্যাগে দেহটি ভরে রামনগরে একটি ঝোপে ফেলে দিয়ে আসে দু’জনে। তারা বর্তমানে শ্রীঘরে রয়েছে। তবে হোটেলে খুনের ঘটনা এবং সামনে দিয়ে ট্রলিব্যাগে দেহটি নিয়ে যাওয়া হলেও হোটেলকর্মীরা কিছুই টের পাননি। কয়েকদিন আগে মন্দারমণির চাঁদপুর সৈকতে নদীয়ার তাহেরপুরের এক যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। যুবতীকে মন্দারমণির একটি হোটেলে নিয়ে এসে খুন করে সেখানে ফেলে দেয় তাঁরই প্রেমিক ও তার সঙ্গী, এমনটাই খবর। এক্ষেত্রেও হোটেলকর্মীরা কেন কিছুই জানতে পারলেন না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। 
দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, দীঘার হোটেল, লজে অপরাধমূলক ঘটনা ঘটার বিষয়টি খুবই উদ্বেগের। একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্রে এসব চলতে পারে না কিংবা চলা উচিতও নয়। আমরা প্রতিটি হোটেল ও লজ কর্তৃপক্ষকে ভোটার কার্ড ও আধার কার্ডের প্রতিলিপি বাধ্যতামূলকভাবে জমা নিতে বলেছি। একইসঙ্গে সিসি ক্যামেরা যেন সক্রিয় থাকে, সেকথাও বলা হয়েছে। হোটেলে কারা আসছেন, তারপর কী অবস্থায় বেরচ্ছেন, সেই বিষয়েও বিশেষ নজরদারির প্রয়োজন। এ ব্যাপারে আমরা হোটেলকর্মীদের তৎপর হতে বলেছি। খুব শীঘ্রই আমরা বিষয়গুলি নিয়ে পুলিস-প্রশাসনের কাছে দরবার করব এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানাব। ডিএসপি (ডি অ্যান্ড টি) রথীন্দ্রনাথ বিশ্বাস বলেন, আমরা হোটেল, লজে পুলিস-প্রশাসন নির্দেশিত নিয়মবিধিগুলি যাতে কঠোরভাবে মেনে চলা হয়, সে বিষয়ে জোর দিচ্ছি। হোটেলমালিক সংগঠনের সঙ্গে বৈঠক করে এবিষয়ে নতুন কোনও খসড়া তৈরি করা যায় কি না, সে ব্যাপারেও ভাবনাচিন্তা শুরু হয়েছে।  

4th     October,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ