বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

ফুঁসছে ভাগীরথী, আতঙ্কে পাড় সংলগ্ন নিচু এলাকার বাসিন্দারা

সংবাদদাতা, কালনা: ডিভিসি জল ছাড়ায় ভাগীরথীর জলস্তর বাড়ছে। কালনায় ভাগীরথীর পাড় সংলগ্ন নিচু এলাকার বাসিন্দারা আতঙ্কে ভুগছেন। যদিও এখনও আতঙ্কের কোনও কারণ নেই বলে জানিয়েছেন জেলাশাসক। তবে ব্লকগুলিকে সতর্ক করা হয়েছে। ফ্লাড শেল্টারগুলি তৈরি রাখতে বলা হয়েছে। 
পূর্বস্থলী-১, ২ ও কালনা-১, ২ ব্লকের একদিক দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী। কালনা-১ ব্লকের ধাত্রীগ্রাম পঞ্চায়েতের কালীনগর ও উদয়গঞ্জ গ্রাম স্থলপথে কালনার সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন দ্বীপ। নদী তীরবর্তী দু’টি গ্রামের বাসিন্দারা নদী পেরিয়ে কালনায় আসেন। গ্রামের মানুষের মূল জীবিকা কৃষিকাজ। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর নদীভাঙন রোধে ব্যবস্থা হয়। ফেরিঘাটে জেটি তৈরির কাজও চলছে। ভারী বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতির আতঙ্ক ছড়াচ্ছে নিচু এলাকায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কালনায় নদীর বিপদসীমা ৭.৬৩ মিটার। বর্তমানে বিপদসীমার অনেকটাই নীচে ৫.৩১ মিটার জলস্তর রয়েছে। আতঙ্কিত হবার কোনও কারণ নেই বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।   
কালীনগর গ্রামের বাসিন্দা মহম্মদ লবা মোল্লা বলেন, দু’দিনে অনেকটাই জল বেড়েছে। আর কিছুটা জল বাড়লেই চাষের জমিতে ঢুকতে শুরু করবে। জল আর কতটা বাড়বে বুঝতে পারছি না। কালনা ফেরিঘাটের ম্যানেজার জয়গোপাল ভট্টাচার্য বলেন, জল বাড়লেও লঞ্চে ফেরি পারাপারে কোনও সমস্যা হচ্ছে না।
মহকুমা শাসক শুভম আগরওয়াল বলেন, ভাগীরথীর জল এখনও বিপদসীমার অনেক নীচ দিয়ে বইছে। তবে ব্লকগুলিকে সতর্ক করা হয়েছে। ফ্লাড শেন্টারগুলি তৈরি রাখতে বলা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। আতঙ্কিত হবার কারণ নেই।

4th     October,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ