বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

শাল নদীতে জল বাড়ায় বিচ্ছিন্ন বালিজুড়ির বেশ কয়েকটি গ্রাম

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: নদীর জল বাড়ায় একেবারেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দুবরাজপুরের বালিজুড়ির বেশ কয়েকটি গ্রাম। এর ফলে প্রায় ১০০ জন পড়ুয়ার স্কুল যাওয়া বন্ধ হয়ে গেল। দীর্ঘদিন ধরে পাকা ব্রিজ তৈরির দাবি তোলা হলেও তা আজও হয়নি। এই কারণে প্রশাসনকে কাঠগড়ায় তুলছেন এলাকার মানুষ। বর্তমানে বালিজুড়ি পঞ্চায়েতের সল্লাপাহাড়, কুখুটিয়া সহ আশপাশের মানুষ এই কারণে ঘুরপথে নিজেদের গন্তব্যে যাচ্ছেন।
গ্রামগুলির একেবারে পাশ দিয়েই বয়ে গিয়েছে শাল নদী। সারা বছর অল্প জল থাকলেও বর্ষাকাল আসতেই নদী এখন ফুলে ফেঁপে উঠেছে। জল বাড়ার ফলে বেশ কয়েকটি গ্রামের মানুষ খুবই সমস্যায় পড়েছেন। এমনকী ছাত্রছাত্রীরাও এই বর্ষাকালে দু’মাস স্কুল আসতে পারে না। নদীর উলটো দিকে থাকা কুখুটিয়া উচ্চ বিদ্যালয়েও এমন প্রায় ১০০ জন পড়ুয়া আছে যারা এই ক’মাস স্কুলে আসতে পারে না। পাশাপাশি কুখুটিয়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে আসতেও অনেকের অসুবিধা হয়। বালিজুড়ি পঞ্চায়েতের সল্লাপাহাড়, বনকাটি, পটলপুর সহ আরও কয়েকটি গ্রামের বাসিন্দারা এই সমস্যায় পড়েন। নদীর উপর কোনও কজওয়ে কিংবা পাকাপাকি ব্রিজ হলে এই সমস্যা থেকে মুক্তি মিলত বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। একইভাবে নদীর আরেক দিকে থাকা কুখুটিয়া, ডিহিপাড়া, চণ্ডীপুর, মহুলা সহ বিভিন্ন গ্রামের মানুষ পঞ্চায়েত অফিসে যেতে সমস্যায় পড়েন। সল্লাপাহাড় গ্রামের দশম শ্রেণির ছাত্রী স্বর্ণালী ভাড়ারী বলেন, নদীতে জল থাকার জন্য প্রায় তিন মাস স্কুল ও টিউশন যেতে পারি না। প্রতিবছর এমনই দেখে আসছি। এতে আমাদের খুবই অসুবিধা হয়। একটা সামান্য ব্রিজ করে দিলেই কোনও সমস্যা থাকবে না। নদীটাও তো বেশি চওড়া নয়। একই দাবি বাকি বাসিন্দাদেরও। এই অসুবিধার কথা স্বীকার করে বালিজুড়ি পঞ্চায়েতের প্রধান লিপিকা মণ্ডল বলেন, জানি সমস্যাটির কথা। জেলা পরিষদের সভাধিপতি ও বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের কাছে ব্রিজ করে দেওয়ার জন্য আবেদন জানাব। ব্লকের বিডিও রাজা আদক বলেন, বৃষ্টি হলে নদী পারাপার করতে মানুষের অসুবিধা হয়। যোগাযোগ ব্যবস্থা যাতে তৈরি করা যায় সেইজন্য ইতিমধ্যেই পরিদর্শন করা হয়েছে। সেই রিপোর্ট জেলাতেও পাঠানো হয়েছে। কজওয়ে বা ওই জাতীয় কিছু যোগাযোগ ব্যবস্থা তৈরি করা যায় কিনা দেখছি। 

4th     October,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ