বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

শান্তিনিকেতনে ফুলেফেঁপে উঠেছে কোপাই নদী, আতঙ্ক

সংবাদদাতা, শান্তিনিকেতন: দিন কয়েক ধরে দফায় দফায় প্রবল বৃষ্টিপাতের ফলে জলস্তর বৃদ্ধি পেয়েছে শান্তিনিকেতনের কোপাই নদীর। কিন্তু তারপরও নদীর পাড়ে ঝুঁকিপূর্ণভাবে ঘোরাফেরা করছেন শান্তিনিকেতন আসা পর্যটক থেকে বিশ্বভারতীর পড়ুয়ারা। তাই কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মঙ্গলবার শান্তিনিকেতন থানার পুলিস নদীর পাড়ে বসে থাকা পর্যটকদের সরিয়ে দেয়। পাশাপাশি ওই সমস্ত জায়গায় যাতে কেউ না যেতে পারে তারজন্য নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে।
দেশের পর্যটন মানচিত্রে অন্যতম নাম শান্তিনিকেতন। দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসা মানুষের কাছে কোপাই নদী এক অনন্য আকর্ষণ। কবিগুরুর বিভিন্ন লেখনীতে স্থান পেয়েছে এই নদীর নাম। তার উপর বর্ষাকালে শান্তিনিকেতনের রূপ আরও সুন্দর হয়ে ওঠে। কিন্তু দিনকয়েকের প্রবল বৃষ্টির জেরে শান্তিনিকেতনের গোয়ালপাড়ায় কোপাই নদী ফুলেফেঁপে উঠেছে। কার্যত বিপদসীমা দিয়ে তীব্র গতিতে বইছে নদীর জল। তার মধ্যেও পর্যটকরা সেখানে ভিড় জামাচ্ছেন। এই নদী গোয়ালপাড়া এলাকায় কোনও নির্দিষ্ট গতিপথ মেনে চলে না। নদীর পার্শ্ববর্তী মাঠ ও চাষের জমিতেও বর্ষার সময় জল উঠে যায়। মঙ্গলবার কোপাই নদীর পাড়ে অত্যন্ত বিপজ্জনকভাবে বসেছিলেন বেশকিছু পর্যটক ও বিশ্বভারতীর পড়ুয়ারা। বিষয়টি জানতে পেরে শান্তিনিকেতন থানার পুলিস তাদের সেই জায়গা থেকে অন্যত্র সরিয়ে দেয়। নদীর সঠিক গতিপথ বা পাড় বুঝতে না পারার কারণে যে কোনও সময় বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে। তাই পুলিসের তরফে আগাম কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোয়ালপাড়ার এই কোপাই নদীর একদিকের পাড় শান্তিনিকেতন ও অন্যদিক পাড়ুই থানার অন্তর্ভুক্ত। সেই কারণে বিপদ এড়াতে দুই থানার তরফে এলাকায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।  নিজস্ব চিত্র

4th     October,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ