বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি ঘাটাল মহকুমা প্রশাসনের

সংবাদদাতা, ঘাটাল: বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে আন্দাজ করে তা মোকাবিলায় তৎপর হল ঘাটাল মহকুমা প্রশাসন। প্রায় দেড় লক্ষ খালি বস্তা মজুত করল মহকুমা সেচদপ্তর। খালি বস্তা ছাড়াও মাটি ভর্তি ছ’ হাজার বস্তা তৈরি রাখা হয়েছে। ঘাটাল মহকুমা সেচ ও জলপথ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উজ্জ্বল মাখাল বলেন, সাম্প্রতিক নিম্নচাপের জেরে প্রবল বর্ষণে ঘাটাল মহকুমার নদ-নদীগুলির জল বাড়ছে। সেজন্যই আমরা এই ধরনের প্রস্তুতি নিচ্ছি। যাতে যে কোনও মুহূর্তে মহকুমার নদীগুলির জলস্ফীতি হলে আমরা পরিস্থিতি সামাল দিতে পারি।
ঘাটাল মহকুমার বিস্তীর্ণ অংশ শিলাবতী, কংসাবতী, রূপনারায়ণের বাঁধ দিয়ে ঘেরা। ওই  নদীগুলির  বাঁধ ভেঙে গেলে দাসপুর-১, দাসপুর-২, ঘাটাল ব্লকের বহু গ্রাম পঞ্চায়েত এবং ঘাটাল শহরের চারটি ওয়ার্ড জলের তলায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে যতবার নদীর বাঁধ ভেঙেছে ততবার ওই এলাকাগুলিই প্লাবিত হয়েছে। সেচদপ্তর সূত্রে জানা গিয়েছে, যখন নদ-নদীগুলিতে জলস্ফীতি হয় তখন নদীর বাঁধ উপচে জল যেমন ওই সমস্ত এলাকাগুলিকে ভাসায়, তেমনি পাশাপাশি নদীর বাঁধে বড় বড় ঘোগ পড়ে।  যে ঘোগগুলি সঙ্গে সঙ্গে মেরামত না করলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকে। উজ্জ্বল বলেন, বর্ষার সময় নদীর বাঁধ মেরামত করার জন্য মাটি পাওয়া খুব মুশকিল হয়, সেজন্য আমরা আগে থেকেই মাটি সংগ্রহ করে রাখছি।
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আরও বলেন, বন্যার সময় বাঁধের আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা করার জন্য এক লক্ষ ২৮ হাজার ৫০০টি খালি বস্তা কেনা হয়েছে। তার পাশাপাশি ছ’হাজার বস্তায় মাটি ভরে রাখা হয়েছে। এর ফলে বাঁধের সমস্যা হলেই আমরা সঙ্গে সঙ্গে মাটি ভর্তি বস্তাগুলি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। নদী বাঁধগুলিতে প্রায়ই বড় বড় ঘোগ পড়ে এবং বাঁধে ফাটল দেখা যায়। সেজন্য সেচ ও জলপথ দপ্তর বেশ কয়েকটি বড় ত্রিপল কিনে রেখেছে। কারণ, ত্রিপল দিয়ে ফাটল এবং ঘোগের জল খুব তাড়াতাড়ি আটকানো যায়।
উজ্জ্বল বলেন, আমরা প্রায় চার হাজার ঘন মিটার মাটি মজুত রেখেছি। তার মধ্যে ঘাটাল সেকশনে রয়েছে দেড় হাজার ঘন মিটার, কল্মীজোড় সেকশনে ১১৩৭ ঘন মিটার এবং গোপীগঞ্জে ১২০০ ঘন মিটার। এই সময় হঠাৎ করে যদি বন্যা হয়, ওই সমস্ত মাটি ভর্তি বস্তাগুলি দেওয়ার পরও যদি মাটি লাগে তাহলে তাৎক্ষণিক ভাবে তা ম্যানেজ করতে হবে বলে সেচদপ্তর সূত্রে জানানো হয়েছে।  ঘাটালের খড়ার পালপুকুর  থেকে মনসুকা যাওয়ার রাস্তায় জল।-নিজস্ব চিত্র

4th     October,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ