বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

জমা জল পরিদর্শনে আচমকাই আসানসোল বাজারে জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মরিয়া আসানসোল পুরসভা ও পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। মঙ্গলবার পুরসভার চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে আসানসোলের বস্তিন বাজারে আচমকা পরিদর্শন করেন জেলাশাসক পোল্লামবলম এস। বাজারের অলিগলিতে ঢুকে পড়েন তিনি। নিকাশি ব্যবস্থা ও কোথাও জল জমছে কি না খতিয়ে দেখেন। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, জেলার মুখ্য স্বাস্থ্য‌ আ঩ধিকারিক শেখ মহম্মদ ইউনুস, পুরসভার সচিব সহ অন্যান্য কর্তারা। জেলা প্রশাসন ও স্বাস্থ্যদপ্তরের দাবি, ডেঙ্গু পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসছে। আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল। এখন তা সমান্তরাল হারে বাড়ছে।
সেপ্টেম্বর মাসজুড়ে ডেঙ্গুর আতঙ্কে কেঁপেছে শিল্পাঞ্চল। বিশেষ করে আসানসোল পুরসভা এলাকার ১১টি ওয়ার্ডে লাল সতর্কতা জারি করা হয়। জেলায় প্রতিদিন গড়ে ৪০জনের বেশি ডেঙ্গু আক্রান্ত হচ্ছিলেন। সুডা(এসইউডিএ) থেকে প্রতিনিধিরা আসেন। দফায় দফায় বৈঠক করেন জেলাশাসক। তারপরই স্বাস্থ‌্যকর্মী, পুরকর্মীদের পাশাপাশি পুরসভা ও প্রশাসনের পদাধিকারীরা ময়দানে নামেন। প্রশাসনিক তৎপরতার পাশাপাশি কয়েকদিন ধরে জেলার নানা প্রান্তে প্রবল বর্ষণও ডেঙ্গুর লার্ভা বিনাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে অনেকেই মনে করছেন। কারণ ডেঙ্গুর মশা মূলত পরিষ্কার ও স্থির জলে বংশবিস্তার করতে পারে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর ১৭জন, ২৯ সেপ্টেম্বর ২১জন, ৩০ সেপ্টেম্বর ১৪জন, ১ অক্টোবর জেলায় ছ’জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। গত সাতদিনে ১৬১জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। জেলা হাসপাতালে ৪০জন চিকিৎসাধীন রয়েছেন। সিএমওএইচ বলেন, পুরসভা ও প্রাশাসনিক তৎপরতা বেড়েছে। মানুষও আগের তুলনায় কিছুটা সচেতন হয়েছে। সেই সচেতনতা আরও বাড়াতে হবে। মনে রাখবেন, প্রবল বর্ষণে প্রাথমিকভাবে ডেঙ্গুর মশার বংশবিস্তারে বাধা পায়। কিন্তু বৃষ্টির জল জমে থাকলে তা বংশবিস্তারে সহায়ক ভূমিকা নেবে। 
এদিন দীর্ঘক্ষণ ধরে বাজার পরিদর্শন করেন নতুন জেলাশাসক। ব্যবসায়ীদের সঙ্গে কথাও বলেন তিনি। বাসিন্দাদের সতর্ক করতেও দেখা যায় তাঁকে। আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, আমরা একযোগে ডেঙ্গু বিরুদ্ধে লড়ছি। জেলাশাসক সামগ্রিক পরিস্থিতি দেখে খুশি। তিনি বেশকিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।  নিজস্ব চিত্র

4th     October,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ