বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

মাছের ঝোলে অত্যাধিক নুন, জামবনীতে শাশুড়ি-বউমার ঝগড়া গড়াল আদালতে

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: মাছের ঝোলে অস্বাভাবিক নুন। তাতেই শাশুড়ি ও বউমার তুমুল অশান্তি। তবে সেই মাছের ঝোল গড়াল একেবারে আদালত পর্যন্ত। অবশেষে বিচারকের হস্তক্ষেপে রাগ-অভিমান ভাঙল দু’জনের। হাতে হাত রেখে বাড়ি গেলেন শাশুড়ি ও বউমা। মঙ্গলবার এমনই এক ঘটনার সাক্ষী রইল ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ।
আদালত সূত্রে জানা গিয়েছে, প্রায় একমাস আগে জামবনী থানার ঘুটিয়া গ্রামের বাসিন্দা প্রমিলা রানা ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে দ্বারস্থ হয়েছিলেন। তাঁর অভিযোগ, বউমা ছবি রানা প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন করেন। বাড়ি থেকেও তাঁকে তাড়িয়ে দিয়েছে। ছেলে কর্মসূত্রে মুম্বইতে থাকে বলে তিনি সমস্যায় পড়েছেন। কোনও উপায় না পেয়ে তিনি বর্তমানে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের আকনা গ্রামে মেয়ের বাড়িতে রয়েছেন। এরপর ওই বৃদ্ধা ঝাড়গ্রাম আদালতের এক মুহুরির সহযোগিতায় ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে যান। প্রমিলাদেবীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে শাশুড়ি ও বউমা উভয়পক্ষকে নোটিস পাঠায় ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। নোটিস হাতে পেয়েই বউমা হতভম্ভ হয়ে যান। আজ, মঙ্গলবার ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে মামলার শুনানির জন্য হাজির হন শাশুড়ি ও বউমা।
ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিচারক তথা সচিব সুক্তি সরকার উভয়পক্ষের বক্তব্য শোনার পর মামলার সমাধান করেন। আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস থেকে বেরিয়ে শাশুড়ি বলেন, বউমা খুবই ভালো। রান্না নিয়ে সমস্যা হয়েছিল। সব সমস্যার সমাধান হয়েছে। অপরদিকে বউমা ছবি রানা বলেন, বাড়িতে শনিবার ছাড়া প্রতিদিনই প্রায় মাছের ঝোল ও ভাত হয়। কিন্তু সেদিন ভুল করে মাছের ঝোলে বেশি নুন পড়ে গিয়েছিল।  তাই শাশুড়ি বাড়ি ছেড়ে মেয়ের বাড়ি চলে যান। 
ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পিএলভি (প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার) জয়ন্ত দে বলেন, এক বৃদ্ধা বউমার নামে লিখিত অভিযোগ জানান। অভিযোগ পেয়েই আমাদের সচিব ম্যাডাম গুরুত্ব সহকারে বিষয়টি দেখে সমাধানের ব্যবস্থা করেন।

4th     October,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ