বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

স্কুলগুলিতে শিবির খোলার প্রস্তুতি শুরু

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বাঁধ বাঁচাতে জল ছাড়া অব্যাহত রাখল ডিভিসি। দ্বিতীয় দিন, মঙ্গলবারও প্রায় এক লক্ষ কিউসেকেরও বেশি জল ছাড়া হয়েছে। ডিভিসির অধীনে রয়েছে মাইথন ও পাঞ্চেত জলাধার। জানা গিয়েছে, এদিন সকালে মাইথন থেকে ৩৫ হাজার কিউসেক জল ছাড়া হয়। পাঞ্চেত থেকে ৭৫ হাজার কিউসেক। দুপুর থেকে মাইথন থেকে ৩০ হাজার কিউসেক ও পাঞ্চেত থেকে ৬০ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। সব মিলিয়ে প্রায় এক লক্ষেরও বেশি কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে,  বানভাসি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে অন্ডাল, কাঁকসা ও গলসি এক ব্লকের বুদবুদ এলাকা। আসানসোল-দুর্গাপুরের মানাগুলিও (নদীর চরে গড়ে ওঠা জনপদ) ডুবে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পশ্চিম বর্ধমানের এইসব এলাকা ছাড়া ডিভিসির জল বরাবরই ভাসিয়ে ছাড়ে হাওড়া, হুগলি জেলার বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় হুগলির আরামবাগ, খানাকুল এবং হাওড়ার আমতা, উদয়নারায়ণপুরের। 
টানা ক’দিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ডে। স্বভাবতই এই অতিরিক্ত জলের চাপ আসছে মূলত পড়শি রাজ্য থেকে। তার উপর পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলাতেও বৃষ্টির বিরাম নেই। সেই জলও ঢুকছে দুর্গাপুর ব্যারেজে। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত গড়ে এক লক্ষ ৩০ হাজার কিউসেক করে জল ছাড়া হচ্ছে সেখান থেকেও। ফলে দামোদরের জলস্তর ক্রমেই বাড়ছে।  নদ সংলগ্ন প্রতিটি ব্লকে লাল সতর্কতা জারি করেছে প্রশাসন। এদিন ব্যারেজ পরিদর্শনে আসেন বিজেপি এমপি সুরেন্দ্রসিং আলুওয়ালিয়া।  বন্যা পরিস্থিতির জন্য অবৈধ বালি উত্তোলনকে দায়ী করেছেন তিনি।  কেন্দ্র নদী ড্রেজিং করেনি বলে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। 
ডিভিসির এক্সিকিউটিভ ডিরেক্টর অশ্মিনীকুমার দুবে এদিন বলেন, ‘ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থেমে নেই। এখনও বিপুল পরিমাণ জল বাঁধগুলিতে ঢুকছে। ৯০ হাজার কিউসেক করে জল ছাড়তে বাধ্য হচ্ছি আমরা।’ ডিভিসির ছাড়া জল আসানসোল, রানিগঞ্জ পেরিয়ে সরাসরি জমা হচ্ছে দামোদর ব্যারেজে। সেখানকার ২৯টি গেট থেকে কখনও এক লক্ষ ৩৫ হাজার কিউসেক, কখনও আবার ১ লক্ষ ২৮ কিউসেক করে জল ছাড়া হচ্ছে। এই বিপুল জলই কাঁকসার আমলাজোড়া, বুদবুদের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে। গলসি ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অনুপ চট্টোপাধ্যায় বলেন, ‘সোমবার রাতভর নদী তীরবর্তী গ্রামে মাইকিং করা হয়েছে। কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করতেও হয়েছিল। আমরা সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছি।’ কাঁকসার পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, ব্লকের সিভিল ডিফেন্স টিম নদী সংলগ্ন পঞ্চায়েত গুলিতে ঘুরছে। দামোদরে জল বাড়লে বিপাকে পড়ে অণ্ডাল ব্লকও। বিডিও সুদীপ্ত বিশ্বাস বলেন, ‘নদী তীরবর্তী গ্রামের উঁচু জায়গায় থাকা স্কুলগুলিকে ২৪ ঘণ্টা খোলা রাখা হচ্ছে। বন্যা পরিস্থিতির তৈরি হলে মানুষকে নিরাপদ স্থানে রাখা যায়। ত্রান শিবির খোলার প্রস্তুতিও নেওয়া হয়েছে। পঞ্চায়েতগুলিতে প্রয়োজনীয় ত্রিপল পাঠানো হয়েছে।’ 
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দামোদর নদ সহ মা‌ইথন, পাঞ্চেত, দুর্গাপুর ব্যারেজে ড্রেজিং করার দাবি জানিয়ে এসেছেন। কিন্তু মোদি সরকার তাতে কোনও কর্ণপাত করেনি। ডিভিসির দাবি, ড্রেজিং করতে যা খরচ হবে তাতে নতুন বাঁধ হয়ে যাবে। এরপর রাজ্য সরকার দামোদরে ড্রেজিং করানো শুরু করে। যদিও অনেকে একে বালি লুটের ফন্দি বলে অভিযোগ করে আসছে। এদিন সেই বিতর্কে ইন্ধন জুগিয়েছেন  বিজেপি এমপি। তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় অবশ্য বলেন, ‘ড্রেজিং কেন করল না মোদি সরকার, আগে তার উত্তর দিন বিজেপি এমপি।’

4th     October,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ