বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

চন্দ্রপুরে বন্ধ আয়ুষ প্রকল্প, নষ্ট হচ্ছে গাছ

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ১০০ দিনের কাজের টাকা না পাওয়ায় ধুঁকতে বসেছে কেন্দ্রীয় প্রকল্পই। টাকা না মেলায় বীরভূমের চন্দ্রপুরের হরিপুর আয়ুষ বাগানের কাজ থমকে গিয়েছে। কয়েক বছর আগে ৩৩ একর জায়গায় প্রশাসন গড়ে তুলেছিল আয়ুষ বাগান। প্রায় ৪০ হাজার গাছ লাগানো হয়। কিন্তু পরিচর্যা করার লোক না মেলায় সেইসব গাছ এখন নষ্ট হওয়ার মুখে। কবে ১০০ দিনের কাজের টাকা মিলবে সেদিকে রয়েছে জেলা প্রশাসন। স্থানীয় বাসিন্দারাও এনিয়ে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলেছেন।
রাজনগরের বিডিও শুভদীপ পালিত বলেন, আরবিয়ান খেজুর গাছগুলি কিছুটা বড় হয়েছে। তবে পরিচর্যার অভাব দেখা দিয়েছে। কোনওভাবে পঞ্চায়েতের মাধ্যমে কর্মী নিয়োগ করে বাগানটির পরিচর্যা করা হয়। 
তবে ১০০ দিনের কাজের টাকা না মেলায় কেউই তেমন আগ্রহ দেখিয়ে কাজ করতে চাইছেন না। আমরা নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি বাগানটিকে বাঁচিয়ে রাখার। জানা গিয়েছে, ২০১৬ সাল থেকে আয়ুষ প্রজেক্ট-এর মাধ্যমে হরিপুরে এই বাগান তৈরির পরিকল্পনা নেওয়া হয়। ২০১৮ সালে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছিল। ১৫০টির অধিক আরবিয়ান বিশেষ প্রজাতির খেজুর গাছ লাগানো হয়। এছাড়াও নিম, আম, অর্জুন, আমলকী বহেরা সহ নানা ভেষজ গাছের চারা রোপণ হয়েছিল। এর মধ্যে ৩০ হাজারেরও বেশি অ্যালোভেরা গাছও হয়েছে। সব মিলিয়ে প্রায় ৪০ হাজার এর কাছাকাছি বিভিন্ন ধরনের গাছ রয়েছে বাগানে। সেইসময় বৃক্ষরোপণের কাজে লাগানো হয় জবকার্ড হোল্ডারদের। ১০০ দিনের কাজেই হয়েছিল এই সুবিশাল বাগান। কিন্তু গাছগুলি বৃদ্ধির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে পরিচর্যা। কাজের টাকা না মেলায় কোনও জবকার্ড হোল্ডার কাজ করতে রাজি হচ্ছেন না। তাঁদের দাবি, বিনা পরিশ্রমিকে কাজ কেন করব? 
স্থানীয় এক বাসিন্দা বলেন, আগে ১০০ দিনের কাজের টাকা দিক, তারপর এখানে কাজ করব। অনেক অ্যালোভেরা গাছ এখন নষ্ট হয়ে গিয়েছে। লতাপাতাতেও এলাকা ঢেকে গিয়েছে। গাছগুলিরও সেভাবে বৃদ্ধি হচ্ছে না।
তবে কেন্দ্রীয় সরকারের আয়ুষ প্রকল্পই কেন্দ্রীয় বঞ্চনার কারণে ধুঁকতে বসায় বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। একদিকে কেন্দ্রীয় বকেয়া টাকা পাওনার দাবিতে তৃণমূল দিল্লিতে বড় আন্দোলন করছে। সেই আন্দোলনের পিছনে যে হরিপুরের মতো সমস্যাও রয়েছে, তা স্মরণ করিয়ে দিচ্ছেন শাসক শিবিরের নেতারা। এই প্রকল্পগুলিকে বাঁচিয়ে রাখতে কেন্দ্রের বকেয়া টাকা আসা জরুরি বলে মনে করিয়ে দিচ্ছেন তাঁরা।
জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, কেন্দ্র টাকা না দেওয়ায় গ্রামেগঞ্জে বহু মানুষ সমস্যায় পড়েছেন। রাজনৈতিক প্রতিহিংসা থেকে মানুষকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার। ফলে সম্পদ বাঁচিয়ে রাখা যাচ্ছে না। মানুষ এর জবাব দেবেন।  চন্দ্রপুরের আয়ুষ প্রকল্প। -নিজস্ব চিত্র

4th     October,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ