বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

খানাকুলের নিচু এলাকাতে বন্যার আশঙ্কা, জরুরি বৈঠকে জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগে মুন্ডেশ্বরী, দ্বারকেশ্বর নদ ফুঁসছে। দামোদর ও রুপনারায়ণ নদে বিপদ সীমার ওপর দিয়ে জল বইছে। নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে খানাকুলের নিচু এলাকা ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবার মহকুমা শাসকের দপ্তরে জেলাশাসক জরুরি বৈঠক করেন। বন্যা পরিস্থিতি মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
ডিভিসি জল ছাড়ায় আরামবাগ মহকুমায় সতর্কতা জারি করা হয়েছে। রবিবার রাত থেকে ডিভিসির বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলাশাসক মুক্তা আর্য আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে জরুরি বৈঠক করেন। জেলা ও মহকুমা প্রশাসনের উচ্চ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। জেলাশাসক বলেন, প্রশাসনের সব দপ্তরকে সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। খানাকুলের ফেরিঘাটগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের নদীতে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। বৈঠকে শেষে জেলাশাসক খানাকুল-১ ব্লকের একটি ত্রাণশিবির ও এনডিআরএফের থাকার জায়গা পরিদর্শনে যান। মহকুমা সেচদপ্তরের এক আধিকারিক বলেন, আরামবাগ মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজে দ্বারকেশ্বর নদের দীর্ঘ পাড় বাঁধানোর বেশিরভাগ কাজ হয়ে গিয়েছে। বিশ্বব্যাঙ্কের সেচ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে মুন্ডেশ্বরী নদীর পাড় বাঁধানো ও নদীগর্ভের পলি তোলার কাজ হয়েছে। তাতে বন্যা হওয়ার আশঙ্কা কম। প্রশাসনের তরফে আশ্বস্ত করা হলেও খানাকুলে সাধারণ বাসিন্দাদের মধ্যে বন্যার আতঙ্ক বাড়ছে। খানাকুল-২ পঞ্চায়েতের নতিবপুর, সাবলসিংহপুর ও মারোখানা পঞ্চায়েত নিচু এলাকায় অবস্থিত। এইসব এলাকায় দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী ও রূপনারায়ণ নদের জল ছোট শাখা খাল দিয়ে জনবসতি এলাকায় ঢুকে পড়ার ঝুঁকি রয়েছে।  খানাকুলে দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিশে রূপনারায়ণ নামে প্রবাহিত হচ্ছে। আবার মুন্ডেশ্বরী নদী খানাকুলে রূপনারায়ণে মিশেছে। অতিরিক্ত জল বহন করার ক্ষমতা রূপনারায়ণের নেই। রূপনারায়ণ নদ পূর্ব বাহিনী। নদের স্রোতের টান কম। বহু জায়গায় পলি জমে গিয়েছে। জোয়ারের সময় রূপনারায়ণের জল উল্টোদিকে গড়ের ঘাট পর্যন্ত পৌঁছে যায়। এই পরিস্থিতিতে দ্বারকেশ্বর নদের অতিরিক্ত জল ও ডিভিসির ছাড়া জল মুন্ডেশ্বরী হয়ে খানাকুলে ঢুকছে। নিচু এলাকাগুলো জলের তলায় চলে যাবার আশঙ্কা তৈরি হয়েছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা নিরাপদ স্থানে চলে যাচ্ছেন। খানাকুল-১ ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমার প্রস্তুত। ত্রাণশিবির খোলা হয়েছে। জেলাশাসক এদিন একটি ত্রাণ শিবির ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর থাকার জায়গা পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দাদের মাইকিং করে সচেতন করা হচ্ছে। খানাকুলের সাবলসিংহপুর এলাকার বাসিন্দা দিবাকর অধিকারী বলেন, একদিকে ডিভিসি জল ছাড়ছে, অন্যদিকে টানা বৃষ্টি হচ্ছে। দ্বারকেশ্বর ও মুন্ডেশ্বরীর শাখা খাল দিয়ে জল এইসব এলাকায় ঢুকতে শুরু  করেছে। জল আরও বাড়লে জনবসতি ডুবে  যেতে পারে। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের আমারা নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছি। পঞ্চায়েতগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। আমাদের সাধ্যমতো বন্যা মোকাবিলায় ব্যবস্থা করা হচ্ছে। তবে সহযোগিতার বিষয়ে প্রশাসন আমাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে।

4th     October,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ